ঢাকা: সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে ছাত্রদের আন্দোলনের জেরে অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশের। রাজধানী ঢাকা সহ গোটা বাংলাদেশে ব্যাপক গোলমাল ছড়িয়ে পড়েছে। গত সাতদিন ধরেই কোটা বিরোধী আন্দোলন উত্তপ্ত হয়ে উঠেছিল। সোমবার রাত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের হাতের বাইরে যেতে শুরু করে। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেওয়ার পরেও পরিস্থিতি স্বাভাবিক হয় নি বরং রাতে অশান্ত হয়ে ওঠে ঢাকার কয়েকটি এলাকা। বৃহস্পতিবার সকাল থেকে পরিস্থিতির আরও অবনতি হয়। সন্ধ্যা পর্যন্ত গোটা দেশ থেকে ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুজব ছড়িয়ে পড়া আটকাতে দেশ জুড়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ সরকার।
উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশে ভ্রমণরত ও কর্মসূত্রে থাকা ভারতীয় নাগরিকদের সাবধানে চলাচল করতে বলেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। যে সমস্ত ভারতীয় শিক্ষার্থী বাংলাদেশে পড়াশোনা করেছেন, তাঁদেরও সতর্ক হয়ে চলাফেরা করার পরামর্শ দিয়েছে হাইকমিশন। বৃহস্পতিবার দুপুরে ঢাকার ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল এক্স হ্যান্ডেল মারফত বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সতর্কতার বার্তা দেওয়া হয়েছে। হাইকমিশন থেকে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের অভ্যন্তরে ভ্রমণে না বেরোতে পরামর্শ দেওয়া হয়েছে। তাঁদের নিজ নিজ বাসস্থানের বাইরেও চলাচল সীমিত রাখতে বলেছেন ঢাকার ভারতীয় হাইকমিশন কর্তৃপক্ষ।
যে কোনও জরুরি প্রয়োজনে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের হাইকমিশনে যোগাযোগ করতেও বলা হয়েছে। সহায়তা চেয়ে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ সহ কয়েকটি ফোন নম্বরও দিয়েছে হাইকমিশন কর্তৃপক্ষ। নম্বরগুলি হল: ভারতীয় হাইকমিশন, ঢাকা- +৮৮০১৯৩৭–৪০০৫৯১ (হোয়াটসঅ্যাপ সহ), অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন, চট্টগ্রাম- +৮৮০১৮১৪–৬৫৪৭৯৭ ও +৮৮০১৮১৪–৬৫৪৭৯৯, অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন, রাজশাহী-+৮৮০১৭৮৮–১৪৮৬৯৬, অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন, সিলেট- +৮৮০১৩১৩–০৭৬৪১১ ও অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন, খুলনা- +৮৮০১৮১২–৮১৭৭৯৯।
Feature image: Collected