মহা সমারোহে অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা, বিগ্রহের সামনে আরতি করলেন প্রধানমন্ত্রী - nagariknewz.com

মহা সমারোহে অযোধ্যার রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠা, বিগ্রহের সামনে আরতি করলেন প্রধানমন্ত্রী


এন‌এনডিসি: অযোধ্যার রামমন্দিরে রামলালার বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠা সম্পন্ন। যথাবিহিত শাস্ত্রীয় আচার মেনে রামলালার বিগ্রহের দুই নয়ন থেকে ফেট্টি খুলে দেওয়া হয়েছে। বেদ মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠার পর গর্ভগৃহে পুজো পর্ব শুরু হয়। সেই মুহূর্তে চারদিক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত। চতুর্দিকে জয় শ্রীরাম নিনাদ। বাজছে বাদ্য। আর আকাশ থেকে হেলিকপ্টারে চলছে পুষ্পবৃষ্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালাকে আভূমি প্রণতি জানিয়ে পদ্মফুল সহযোগে পুজো দেন। গর্ভগৃহে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, আর‌এস‌এস প্রধান মোহন ভাগবত‌ও। বিগ্রহের সামনে পঞ্চ প্রদীপে আরতিও করেছেন প্রধানমন্ত্রী।

শ্রীরামলালার বিগ্রহকে সাষ্টাঙ্গ প্রণাম করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *