ইনফোয়ানা ফিচার: বাংলাদেশকে পাকিস্তানের কবল থেকে মুক্ত করতে প্রাণ দিয়েছিলেন সাড়ে তিন হাজার ভারতীয় জওয়ান। সে’দিন ভারত যুদ্ধ না করলে এখনও স্বাধীন হত না বাংলাদেশ! মাত্র তেরো দিনের যুদ্ধে গো হারা হেরে ১৯৭১-এর ১৬ ডিসেম্বর ভারতের কাছে আত্মসমর্পণ করে পাকিস্তান। পাকিস্তানের অধীনতা থেকে মুক্ত হয় বাংলাদেশ। ১৩ দিনের যুদ্ধ ও তার আগের নয় মাস ধরে কী ঘটেছিল পূর্ব পাকিস্তানে? জানুন এই ভিডিওতে-
Video Credit- Infoyana YouTube channel and feature graphic designed by NNDC.