ইনফোয়ানা ফিচার: ১৯০৪ সালের ২৭ অক্টোবর কলকাতা শহরে জন্মগ্রহণ করেছিলেন বিপ্লবী যতীন্দ্রনাথ দাশ। ১৯২৯-এর ১৩-ই সেপ্টেম্বর নশ্বর দেহটা পৃথিবীতে ফেলে যতীন যখন পাড়ি দিলেন অনন্তের পথে, তখনও তাঁর বয়স পঁচিশ পূর্ণ হয় নি। লাহোর সেন্ট্রাল জেলে ৬৩ দিন অনশন শেষে মৃত্যুবরণ করেছিলেন বিপ্লবী যতীন দাশ। নিজে মরে ব্রিটিশের মসনদ কাঁপিয়ে দিয়েছিলেন বাঙালি যতীন দাশ। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, যতীন এ’যুগের দধীচি। যতীন দাশকে শ্রদ্ধাঞ্জলি জানাতে এই ভিডিওটি তৈরি করেছে ইনফোয়ানা। আশা করি দেখে আপনাদের ভাল লাগবে-
Video Credit- Infoyana YouTube channel. Feature graphic designer- SDM.