জঙ্গি হামলার ২৩তম বার্ষিকীতে সংসদে আতঙ্ক! 'স্মোক ক্যানিস্টার্স' নিয়ে লোকসভার ফ্লোরে লাফ দুই যুবকের

জঙ্গি হামলার ২৩তম বার্ষিকীতে সংসদে আতঙ্ক! ‘স্মোক ক্যানিস্টার্স’ নিয়ে লোকসভার ফ্লোরে লাফ দুই যুবকের


সংসদে জঙ্গি হামলার তেইশতম বার্ষিকীর দিনেই লোকসভার ফ্লোরে স্মোক ক্যানিস্টার্স থেকে ধোঁয়া ছড়িয়ে আতঙ্ক ছড়ালো দুই যুবক। ছবি সামাজিক মাধ্যম থেকে প্রাপ্ত

লোকসভার ভেতরে ধোঁয়া স্প্রে করার সময় হামলাকারীরা ‘তানাশাহি নেহি চলে গা’ বলে স্লোগান দিচ্ছিল বলে জানা গেছে। নিরাপত্তারক্ষীরা তাদের জাপটে ধরে যখন সদন থেকে বের করে নিয়ে যাচ্ছিলেন, তখনও ধৃত দু’জন স্লোগান দিচ্ছিল। তাদের কাছ থেকে ‘স্মোক ক্যানিস্টার্স’ উদ্ধার করেছেন নিরাপত্তারক্ষীরা। লোকসভার পরিবহণ ভবনের সামনে থেকে আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। এদের একজন মাঝবয়সী মহিলা। তারা হঠাৎ করেই সংসদ ভবন চত্বরে স্লোগান দিতে শুরু করলে পুলিশ গিয়ে তাদের ধরে ফেলে।

লোকসভার ভেতরে যে দুই যুবককে আটক করা হয়েছে তাদের একজনের নাম আনমল শিন্ডে। তার বাড়ি মহারাষ্ট্রে। অপরজনের নাম নীলম। এই যুবক হরিয়ানার বাসিন্দা বলে জানা গেছে। ভিজিটর্স পাস ছাড়া সংসদের অধিবেশন কক্ষে প্রবেশের কোনও সুযোগ নেই। নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে বাইরের কারও পক্ষে সংসদ ভবন চত্বরে ঢোকাটাই কঠিন। সংসদ ভবন চত্বরে সাধারণের প্রবেশ নিয়ন্ত্রিত। ‘স্মোক ক্যানিস্টার্স’ নিয়ে সংসদের নতুন ভবনের লোকসভা কক্ষে যে দুই যুবক ঢুকেছিল, তাদের ভিজিটর্স পাস ইস্যু হয়েছিল কর্নাটকের মাইশর-কোদাগু কেন্দ্রের বিজেপি সাংসদ প্রতাপ সিমহার দফতর থেকে। তারা জুতোর ভেতরে স্মোক ক্যানিস্টার্স লুকিয়ে
সংসদ ভবনে ঢোকে বলে জানতে পেরেছে পুলিশ।

ভিডিও: লোকসভায় ধোঁয়া স্প্রে করা দুই যুবককে ধরে হাল্কা মার দিচ্ছেন সাংসদেরা। সোর্স- সামাজিক মাধ্যম

ঘটনাটিকে সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থায় বড় গাফিলতি হিসেবেই দেখছেন সাংসদেরা। পর পর পাঁচটি নিরাপত্তা বলয় পেরিয়ে তবে সংসদ ভবনের ভেতরে ঢোকা সম্ভব হয়। প্রতিটি স্তরে নিরাপত্তাকর্মীদের কড়া নজরদারি থাকে। অধিবেশন কক্ষে ঢোকার আগে ভিজিটর্সদের মোবাইল সহ যাবতীয় ডিভাইস জমা রাখতে হয়। কোনও ব্যাগ সঙ্গে নেওয়া যায় না। কার্যত খালি হাতে এবং খালি পকেটে ভেতরে ঢুকতে হয় দর্শনার্থীদের। স্মোক ক্যানিস্টার্স মেটাল ডিটেক্টরে ধরা পড়ার কথা নয়। কিন্তু দেহ তল্লাশির সময় তা নিরাপত্তাকর্মীদের নজর এড়িয়ে যায় কীভাবে? কেউ যে জুতোর ভেতরে করে কিছু আনতে পারে, এই ধারণাই কি ছিল না সংসদ ভবনের নিরাপত্তায় নিয়োজিত বাহিনীর আধিকারিকদের?

২০০১ সালের আজকের দিনেই সংসদভবন চত্বরে হামলা চালিয়েছিল পাকিস্তানের মদতপুষ্ট দুই জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মহম্মদ-এর পাঁচ সদস্য। হামলায় নয় নিরাপত্তাকর্মী নিহত হয়েছিলেন। পাঁচ জঙ্গিকেও নিকেশ করেছিল নিরাপত্তা বাহিনী। সংসদে জঙ্গি হামলার বার্ষিকীতেই লোকসভায় স্মোক ক্যানিস্টার্স নিয়ে যারা হামলা করল, তাদের রাজনৈতিক পরিচয় এখনও জানা যায় নি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *