Viral Video: জলদাপাড়ায় গন্ডারের তাড়ায় উল্টে গেল গাড়ি! কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা - nagariknewz.com

Viral Video: জলদাপাড়ায় গন্ডারের তাড়ায় উল্টে গেল গাড়ি! কোনও মতে প্রাণে বাঁচলেন পর্যটকেরা


আলিপুরদুয়ার: গন্ডার দর্শন করতে গিয়ে জান নিয়েই টানাটানি। গন্ডারের রোষ থেকে কোনও মতে প্রাণে বাঁচলেন একদল পর্যটক। যদিও গন্ডারের তাড়ায় পর্যটক বোঝাই সাফারি কারটি দ্রুত ব্যাক গিয়ারে ছুটতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ঢালু জমিতে‌ উল্টে পড়ে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের জলদাপাড়া জাতীয় উদ্যানের পাঁচ নম্বর কম্পার্টমেন্টের জঙ্গলে। এতে চালক ও ট্যুর গাইড সহ সাতজন আহত হন।

ভারতীয় এক শৃঙ্গ গন্ডার দেখতে সারা বছর‌ই আলিপুরদুয়ার জেলার জলদাপাড়া জাতীয় উদ্যানে দেশি-বিদেশি পর্যটকদের ভিড় লেগে থাকে। পর্যটকদের হুড খোলা জিপসি গাড়িতে চাপিয়ে জঙ্গলের পথ দিয়ে ঘোরানো হয়। শনিবার দুপুরে এরকমই একটি জঙ্গল সাফারিতে বেরিয়ে ছিলেন একদল পর্যটক। পর্যটকদের নিয়ে একাধিক হুড খোলা গাড়ি পশ্চিম জলদাপাড়ার পাঁচ নম্বর কম্পার্টমেন্টের রাস্তা দিয়ে ছুটছিল। সবার‌ই মোবাইল ক্যামেরা অন।হরিনডাঙ্গা নজর মিনারের কাছে দুটি গন্ডার সেই সময় নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত ছিল। লড়াইয়ে মত্ত দুই গন্ডারের একেবারে সামনে পড়ে যায় পর্যটক বোঝাই একটি গাড়ি। গাড়ি দেখে মেজাজ আর‌ও গরম হয়ে যায় গন্ডার দুটির‌। গাড়ি লক্ষ্য করে ছুটে আসে গন্ডার দুটি।

সাফারি কারের চালক গাড়ি পিছোতে থাকেন। পেছনে থাকা অন্য গাড়িগুলিও পিছিয়ে যেতে থাকে। সামনের গাড়িটি পেছোতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ঢালু জমিতে গড়িয়ে পড়ে উল্টে যায়। গাড়িটির একেবারে পাশ দিয়েই উন্মত্ত গন্ডার দুটি ছুটে চলে যায়। দৈবাৎ রক্ষা পান চালক, গাইড ও পর্যটকেরা। সেই সময় গন্ডার দুটি তাদের গুঁতিয়ে দিলে বড় বিপদ ঘটতে পারত।

ঘটনাস্থলে থাকা অন্যান্য পর্যটকদের মোবাইল ক্যামেরায় সেই রোমহর্ষক ঘটনার ভিডিও উঠে যায়, যা ইতিমধ্যেই ভাইরাল। উল্টে যাওয়া গাড়ির কাছে সবাই ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে তৎক্ষনাৎ মাদারিহাট স্বাস্থ্যকেন্দ্রে পাঠান। দু’জনের আঘাত গুরুতর। এদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

খবর পেয়ে বন দফতরের উচ্চ পদস্থ আধাকারিকেরা ঘটনাস্থলে ছুটে আসেন। জলদাপাড়ার ইতিহাসে কখনও গন্ডারের আক্রমণে পর্যটক আহত হ‌ওয়ার ঘটনা ঘটে নি। গন্ডার দুটি নিজেদের মধ্যে এলাকা দখলের লড়াই করছিল। এই ঘটনা বিরল নয়। তবে কখন‌ও পর্যটকদের গন্ডারদের মারামারির মধ্যে পড়তে হয় নি। জঙ্গল সাফারির সময় নিরাপত্তায় কোন‌ও ফাঁক ছিল কিনা, তাও খতিয়ে দেখছে বন দফতর।

ভাইরাল ভিডিও-

Feature Image is representational. Source-DW.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *