পরিবারের সবাই ছটপুজোর ঘাটে, শেষ রাতে ফাঁকা বাড়িতে ঢুকে গৃহস্থের সর্বনাশ করল চোর - nagariknewz.com

পরিবারের সবাই ছটপুজোর ঘাটে, শেষ রাতে ফাঁকা বাড়িতে ঢুকে গৃহস্থের সর্বনাশ করল চোর


নিজস্ব সংবাদদাতা: পরিবারের সবাই ছটপুজোর ঘাটে। ফাঁকা বাড়িতে ঢুকে সোনাদানা ও নগদ টাকা নিয়ে চম্পট দিল চোর। জলপাইগুড়ি শহরের কংগ্রেসপাড়ার বাসিন্দা দীনেশ ঠাকুরের বাড়িতে সোমবার শেষরাতে এই ঘটনা ঘটেছে।

দিন কয়েক ধরেই দীনেশবাবুর বাড়ির সকলে ছটপুজো নিয়ে ব্যস্ত। রাত যখন তিনটে, তখনই বাড়ি ফাঁকা করে সকলে চলে যান ছটপুজোর ঘাটে। সেই সুযোগে বাড়িতে ঢোকে চোরেরা। বাড়ির পেছনে জানালার গ্রিল ভেঙে ঘরের ভেতরে ঢোকে তারা।

পুজো সেরে কিং সাহেবের ঘাট থেকে বাড়ি ফিরতে সকাল সাড়ে সাতটা বেজে যায় দীনেশবাবুদের। সামনের দরজার তালা অক্ষত থাকায় প্রথমে কেউই ভাবেন নি, ফাঁকা ‌বাড়িতে‌ বড় সর্বনাশ ঘটে গেছে। ভেতরের ঘরে ঢুকতেই গৃহকর্তার চোখ কপালে। গোটা ঘর লন্ডভন্ড। মেঝেতে জিনিসপত্র ছড়ানো-ছেটানো। ট্রাঙ্ক ভেঙে গৃহকর্ত্রীর সোনা-রূপার সমস্ত গহনা নিয়েছে।‌ ভেতরে ছিল নগদ তিরিশ হাজার টাকা। তাও গায়েব। থানায় খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

জলপাইগুড়িতে দীর্ঘদিন ধরেই চোর-ছ্যাচড়দের উৎপাত ভীষণ বেড়ে গেছে। চুরি-ছিনতাই লেগেই আছে। অধিকাংশ ঘটনার‌ই কোনও কিনারা হয় না বলে নাগরিকদের অভিযোগ।

পড়া হয়ে গেলে ভিডিওটি দেখে নিন-

Feature image is representational. Video- Reporter.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *