জলপাইগুড়ি পুরসভার তৃণমূল প্রার্থী তালিকা, কোন ওয়ার্ডে কে প্রার্থী দেখে নিন - nagariknewz.com

জলপাইগুড়ি পুরসভার তৃণমূল প্রার্থী তালিকা, কোন ওয়ার্ডে কে প্রার্থী দেখে নিন


জলপাইগুড়ি : রাজ্যের ১০৮ পুরসভায় নির্বাচন আগামী ২৭ ফেব্রুয়ারি। শুক্রবার কলকাতায় ১০৮টি পুরসভার সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ি পুরসভার২৫টি ওয়ার্ডের প্রার্থী তালিকাও ঘোষণা করা হয়েছে।‌ জলপাইগুড়ি পুরসভার কোন ওয়ার্ডে তৃণমূলের হয়ে কে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেখে নিন-

  • ১ নং ওয়ার্ড ( সাধারণ ) – নিলম শর্মা
  • ২ নং ওয়ার্ড ( মহিলা/সাধা ) – মহুয়া দত্ত
  • ৩ নং ওয়ার্ড ( এস সি ) – স্বরূপ মন্ডল
  • ৪ নং ওয়ার্ড ( মহিলা/সাধা ) সরিতা প্রসাদ সাহা
  • ৫ নং ওয়ার্ড ( সাধারণ ) – সন্দীপ মাহাতো
  • ৬ নং ওয়ার্ড ( সাধারণ ) সুব্রত পাল
  • ৭ নং ওয়ার্ড ( মহিলা/সাধা )- পাপিয়া পাল
  • ৮ নং ওয়ার্ড ( সাধারণ )- সৈকত চট্টোপাধ্যায়
  • ৯ নং ওয়ার্ড ( সাধারণ )- প্রমোদ মন্ডল
  • ১০ নং ওয়ার্ড ( এসসি )- দীনেশ রাউত
  • ১১ নং ওয়ার্ড ( মহিলা/ এসসি )মানসী বিশ্বাস
  • ১২ নং ওয়ার্ড ( এসসি )- মণীন্দ্রনাথ বর্মণ
  • ১৩ নং ওয়ার্ড ( মহিলা / সাধা )- লিপি সরকার
  • ১৪ নং ওয়ার্ড ( সাধারণ ) – সন্দীপ ঘোষ
  • ১৫ নং ওয়ার্ড ( সাধারণ )- তপন বন্দ্যোপাধ্যায়
  • ১৬ নং ওয়ার্ড ( মহিলা / সাধা )- পিয়াস সাহা গোস্বামী
  • ১৭ নং ওয়ার্ড ( এসসি ) – দিলীপ কুমার বর্মা
  • ১৮ নং ওয়ার্ড ( সাধারণ ) উত্তম বসু
  • ১৯ নং ওয়ার্ড ( সাধারণ )- লোপামূদ্রা অধিকারী
  • ২০ নং ওয়ার্ড ( মহিলা / সাধা )- সুনীতি সরকার
  • ২১ নং ওয়ার্ড- ( সাধারণ ) তারকনাথ দাস
  • ২২ নং ওয়ার্ড ( সাধারণ )- পিঙ্কু বিশ্বাস
  • ২৩ নং ওয়ার্ড ( মহিলা / সাধা )- সুজাতা সরকার
  • ২৪ নং ওয়ার্ড ( সাধারণ )- পল্লব দাস
  • ২৫ নং ওয়ার্ড ( মহিলা / এসসি )- পৌষালী দাস


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *