Covid-19 : জলপাইগুড়িতে পাঁচ নার্স সংক্রমিত,র‌্যাপিড অ্যান্টিজেন পজিটিভ আসায় সহকারী হাসপাতাল সুপার‌ও নিভৃতবাসে - nagariknewz.com

Covid-19 : জলপাইগুড়িতে পাঁচ নার্স সংক্রমিত,র‌্যাপিড অ্যান্টিজেন পজিটিভ আসায় সহকারী হাসপাতাল সুপার‌ও নিভৃতবাসে


জলপাইগুড়ি : ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপটে দেশ জুড়েই ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ। মঙ্গলবার রাজ্যে নতুন সংক্রমিতের সংখ্যা ৯ হাজার ৭৩। প্যান্ডেমিক শুরু হ‌ওয়ার এটাই একদিনে সর্বোচ্চ সংক্রমণ। জলপাইগুড়ির জেলা স্বাস্থ্য দফতরেও করোনার থাবা। পাঁচ জন নার্সের দেহে সংক্রমণ ধরা পড়েছে। প্রত্যেকেই জেলা হাসপাতালে কর্মরত। হাসপাতালের এক সহকারী সুপারের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টের রিপোর্ট পজিটিভ। তাঁর সোয়াব আরটিপিসিআর টেস্টের জন্য পাঠানো হয়েছে বলে বুধবার জানিয়েছেন জলপাইগুড়ি জেলা সদর হাসপাতালের সুপার ডঃ গয়ারাম নস্কর। আক্রান্ত সকলকেই নিভৃতবাসে পাঠানো হয়েছে।

ভিডিও – ডঃ গয়ারাম নস্কর, সুপার,জলপাইগুড়ি জেলা হাসপাতাল।

এই মুহুর্তে জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের কোভিড হাসপাতালে ১৫ জন কোভিড পজিটিভ রোগী চিকিৎসাধীন বলে হাসপাতাল সুপার জানিয়েছেন। আক্রান্ত রোগীর সংখ্যা আরও বাড়বে ধরে নিয়ে কোভিড হাসপাতালে ফের অস্থায়ী নার্সিংস্টাফ, টেকনিশিয়ান এবং সাফাইকর্মী সহ মোট ৩২ জনকে অবিলম্বে কাজে যোগ দিতে সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার কাছে নির্দেশ পাঠিয়েছে স্বাস্থ্য দফতর। হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ব্যাপক হারে সংক্রমিত হয়ে পড়লে চিকিৎসা পরিষেবায় প্রভাব পড়তে পারে বলে শঙ্কিত জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা ।

Video- Repoter. Feature Image is symbolic.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *