তারকেশ্বর থেকে মোদী : খেলতে না পেরে আম্পায়ারের দিকে আঙ্গুল তুলছেন দিদি - nagariknewz.com

তারকেশ্বর থেকে মোদী : খেলতে না পেরে আম্পায়ারের দিকে আঙ্গুল তুলছেন দিদি


তারকেশ্বর,৩ এপ্রিল,২০২ : খেলতে না পারলে কোন‌ও কোন‌ও খেলোয়াড় আম্পায়ারের দিকে আঙ্গুল তোলে – নিবার হুগলির তারকেশ্বরে নির্বাচনী সভায় দাঁড়িয়ে এইভাবেই মমতাকে কটাক্ষ করলেন মোদী । প্রতিটি সভা থেকেই মোদী-শাহর পাশাপাশি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে‌ও চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানাচ্ছেন  তৃণমূল সুপ্রিমো । এবার প্রচারের মঞ্চ থেকেই  মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা দিলেন প্রধানমন্ত্রী । তৃতীয় দফা ভোটের আগে এদিন হুগলির তারকেশ্বর ও দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে সভা করেন নরেন্দ্র মোদী। 

তারকেশ্বরে বিজেপির সভায় বক্তৃতা দিচছেন নরেন্দ্র মোদী ।


এক একটি দফার শেষে বাংলায় ভোটের উত্তাপ আরও বেড়ে যাচ্ছে । ভোটের উত্তাপ যত বাড়ছে মোদী-মমতার দ্বৈরথ‌ও তত‌ই বাড়ছে বলে রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ । শনিবার দুপুরে তারকেশ্বরের সভা থেকে মমতার উদ্দেশ্যে  আরও ধারালো হয়েছে মোদীর বাক্যবাণ । নরেন্দ্র মোদী কটাক্ষের সুরে মমতাকে বলেন , ‘ দিদি হার স্বীকার করে নিন ।  দিদি হার আপনার ‌সামনে । হুগলির জনতার আওয়াজ শুনুন । দিদি নির্বাচন খেলা নয় । গণতন্ত্র খেলা নয় । গণতন্ত্র হল মানুষের সেবার পথ । গণতন্ত্র হল মানুষের উন্নতির পথ । দিদি আপনি এটা ভুলে গেছেন । তাই বাংলার মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন । ‘ 

বিধানসভা নির্বাচনে বাংলায় বিজেপির বিজয় নিশ্চিত বলে দাবি করেছেন নরেন্দ্র মোদী । দুই দফা ভোটে জনগণের প্রবণতা দেখেই এই আত্মবিশ্বাস তাঁর মধ্যে এসেছে বলে জানান প্রধানমন্ত্রী । নরেন্দ্র মোদী বলেন , ‘ প্রথম দুই দফাতেই মতদাতারা বিজেপির ভারি সংখ্যাগরিষ্ঠতার রাস্তা পরিষ্কার করে দিয়েছে ‘  দোসরা মে কী ফল আসতে চলেছে তার ঝলক দু’দিন আগেই নন্দীগ্রামের ভোটে দেখা গেছে বলে দাবি করেন মোদী । নরেন্দ্র মোদী বলেন ,‘ আমার দৃঢ় বিশ্বাস প্রত্যেক দফা ভোটের পরেই দিদির অস্থিরতা বেড়ে যাবে । আমাকে গালিগালাজের বহর বেড়ে যাবে । ‘ নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনী বিজেপির হয়ে কাজ করছে বলে প্রতিটি সভা থেকে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  এই নিয়ে মমতাকে বিদ্রুপে ভরিয়ে দেন মোদী । নরেন্দ্র মোদী বলেন , ‘ যখন দেখবেন ক্রিকেটের মাঠে কোনও খেলোয়াড় বারেবারে আম্পায়ারের দিকেই অভিযোগের আঙুল তুলছেন তখন বুঝে নেবেন খেলোয়াড়ের খেলায় খুঁত আছে আম্পায়ারের নয় । তেমনি  যদি কেউ ভোটের ময়দানে খেলতে নেমে কখন‌ও কমিশন , কখনও কেন্দ্রীয় বাহিনীকে গালি দিতে থাকেন তাহলে বুঝে নেবেন ওনার খেলা ঠিক নেই । ‘ 

তারকেশ্বরে মোদীর সভায় জনতার একাংশ ।

বিজেপি টাকা দিয়ে সভায় লোক আনছে বলে অভিযোগ করে চলছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এই অভিযোগের পাল্টা দিতে গিয়ে মোদী বলেন , ‘ বাংলার জনতাজনার্দনকে কেউ কখনও কিনতে পারে নি । ইংরেজরাও পারে নি । আর আপনি বলছেন বিজেপি টাকা দিয়ে সভায় লোক আনছে ! এটা বলে দিদি আপনি বিজেপিকে নয় ,‌ মোদীকে নয় বাংলার জনতাকে অপমান করলেন । ‘ মমতাকে কার্যত হুঁশিয়ারি দিয়েই নরেন্দ্র মোদী বলেন , ‘ আপনি আমায় যত খুশি অপমান করুন । কিন্তু বাংলার স্বাভিমানী মা-বোন , ন‌ওজোয়ান , গরীব মানুষকে অপমান করবেন না । ‘ শ্লেষের সুরে প্রধানমন্ত্রীর প্রশ্ন মমতাকে  – ‘ যারা আপনাকে দশবছর আগে গদীতে বসিয়েছেন আজ তাদের গালি দিচ্ছেন দিদি ? ‘  

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় মোদী-শাহ সহ বিরোধী নেতাদের সমালোচনা করছেন বাংলার সংস্কৃতি , পরম্পরা ও রুচির সঙ্গে তা বেমানান বলে অভিযোগ করেন নরেন্দ্র মোদী । মোদী বলেন, ‘ বাংলা ভাষা মধুর । বাংলার মানুষের ব্যবহার মধুর । বাংলার মিষ্টি আর মিষ্টি দ‌ইয়ের তো তুলনাই হয় না ।  আপনি এত তিক্ততা কোথা থেকে পান দিদি ! ‘ জনগণ দশ বছরের কাজের রিপোর্ট কার্ড পেশ করতেই মাথা গরম হয়ে  মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে তিক্ত ভাষণ বের হচ্ছে বলে মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । 

ছবি- বিজেপি ও তৃণমূলের অফিসিয়াল ফেসবুক থেকে প্রাপ্ত ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *