বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার কান্ড , মৃত্যু এক বিজেপি কর্মীর , পুলিশের মারেই মৃত্যু - অভিযোগ বিজেপি নেতৃত্বের , প্রতিবাদে মঙ্গলবার উত্তরবঙ্গ বনধ - nagariknewz.com

বিজেপির উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার কান্ড , মৃত্যু এক বিজেপি কর্মীর , পুলিশের মারেই মৃত্যু – অভিযোগ বিজেপি নেতৃত্বের , প্রতিবাদে মঙ্গলবার উত্তরবঙ্গ বনধ


নাগরিক নিউজ, জলপাইগুড়ি,৭ডিসেম্বর  : সোমবার বিজেপি যুবমোর্চার উত্তরকন্যা অভিযান ঘিরে ধুন্ধুমার কান্ড জলপাইগুড়ি জেলার এনজেপি-ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকায়। অভিযানে এক বিজেপি কর্মীর মৃত্যুর ঘটনায় পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলেছেন রাজ্য বিজেপি নেতৃত্ব। পুলিশের বেধড়ক মারেই উলেন রায় নামে বছর পঞ্চাশের ওই দলীয় কর্মীর মৃত্যু ‌হয়েছে বলে বিজেপির অভিযোগ । আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পথে উলেনবাবুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।  ‌ মৃতের‌ বাড়ি রাজগঞ্জ ব্লকের গজলডোবা এলাকায় । 

মৃত বিজেপি কর্মী উলেন রায়

বিজেপির উত্তরকন্যা অভিযান ঠেকাতে এদিন সকাল থেকেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় জলপাইগুড়ি ও শিলিগুড়িতে ‌ । জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় বিজেপির নেতা কর্মীদের আটকে দেয় পুলিশ। কর্মীরা জাতীয় সড়ক এড়িয়ে ঘুরপথে ডাবগ্রাম ফুলবাড়ি এলাকায় পৌঁছালে উত্তরকন্যার বহু আগেই তাদের আটকে দেওয়া হয়। ব্যারিকেড ভেঙে জনতা এগোতে চাইলে পুলিশ জলকামান ব্যবহার করে। পুলিশকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা ইট বৃষ্টি শুরু করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের হটিয়ে দেয় । পিছু হটেও বিজেপি নেতা কর্মীরা বিভিন্ন এলাকায় জটলা করে বিক্ষোভ দেখাতে থাকেন । দফায় দফায় জনতা পুলিশ খন্ডযুদ্ধ চলে। 

 জনতাকে বাগে আনতে জলকামান দাগছে পুলিশ

উত্তরবঙ্গে নৈরাজ্য , বেকারত্ব , রাজনৈতিক অশান্তি এবং অবহেলার প্রতিবাদে যুবমোর্চার ডাকা অভিযানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় সহ-সভাপতি মুকুল রায় , কৈলাস বিজয়বর্গীয় , রাজ্য যুবমোর্চা সভাপতি সৌমিত্র খাঁ সহ অন্যান্যরা অংশ নেন । অভিযানে দলীয় কর্মীর প্রাণহানির ঘটনায় তীব্র প্রতিবাদ  জানিয়েছেন রাজ্য  বিজেপি নেতৃত্ব ‌। পুলিশ দলের কর্মীদের ওপর নির্মমভাবে লাঠি চালিয়েছে বলে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অভিযোগ । উত্তরকন্যা অভিযানে এক দলীয় কর্মীর মৃত্যুর প্রতিবাদে মঙ্গলবার বারো ঘন্টা উত্তরবঙ্গ বনধের  ডাক দিয়েছে বিজেপি।  এই ঘটনার জেরে রাজ্য জুড়ে বিজেপির আন্দোলন আরও জোরদার হবে বলে রাজনৈতিক মহলের ধারণা।

পুলিশ-জনতা খন্ড যুদধ

               উত্তরকন্যা অভিযানের ভিডিও


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *