চাকরির দাবিতে জাতীয় সড়ক অবরোধ ভূমিহারা পরিবারের সদস্যদের , প্রশাসন ও শাসক দলের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনলেন আন্দোলনকারীরা , মুখ্যমন্ত্রীর সফরের আগে জোরালো আন্দোলনে ভূমিহারাদের সংগঠন - nagariknewz.com

চাকরির দাবিতে জাতীয় সড়ক অবরোধ ভূমিহারা পরিবারের সদস্যদের , প্রশাসন ও শাসক দলের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনলেন আন্দোলনকারীরা , মুখ্যমন্ত্রীর সফরের আগে জোরালো আন্দোলনে ভূমিহারাদের সংগঠন


প্রদ্যুৎ দাস , জলপাইগুড়ি, ১১ ডিসেম্বর :  সরকারি চাকরির দাবিতে এবার জাতীয় সড়ক অবরোধ করলেন জলপাইগুড়ি জেলার ভূমিহারা পরিবারের সদস্যরা ।  শহরের পাহাড়পুর মোড়ে অবরোধের জেরে  শুক্রবার সকালে কয়েক ঘন্টার জন্য জাতীয় সড়কে যান চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে । 

সরকারি চাকরির দাবিতে জাতীয় সড়ক অবরোধ ভূমিহারাদের


সরকার প্রতিশ্রুতি দেওয়ার পরেও জেলার প্রায় ছয়শো ভূমিহারা যুবক-যুবতীর চাকরির ব্যবস্থা হচ্ছে না ,এই অভিযোগে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ল্যান্ড লুজার কমিটি । জেলায় বিভিন্ন সরকারি প্রকল্পের কাজে বিগত দিনগুলোতে  যে সব পরিবারের জমি অধিগৃহীত হয়েছে প্রশাসন থেকে সেই সব পরিবারের একজনকে চাকরির আশ্বাস দেওয়া হয়েছিল বলে আন্দোলনকারীদের দাবি ।  আশ্বাস কার্যকর না হ‌ওয়ায় গতবছর লাগাতার অনশন কর্মসূচিতেও গিয়েছিল ল্যান্ড লুজার কমিটি ।  সরকারের মন্ত্রী ও স্থানীয় তৃণমূল নেতাদের প্রতিশ্রুতিতে সেসময় ভূমিহারা চাকরি প্রত্যাশীরা অনশন প্রত্যাহার করলেও দাবি পূরণ অধরাই থেকে যায়। এখন ভোটের মুখে একটা হেস্তনেস্ত করার মানসিকতা নিয়েই রাজপথে নেমেছেন ভূমিহারা পরিবারের সদস্যরা। শুক্রবার সকালে ল্যান্ড লুজার কমিটির সদস্যরা জাতীয় সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে । পুলিশের হস্তক্ষেপে একটা সময় অবরোধ তুলে নেওয়া হলেও এর জেরে দীর্ঘক্ষণ ব্যস্ত জাতীয় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে । 

অবরোধের জেরে থমকে যায় ব্যস্ত ৩১ ডি জাতীয় সড়ক

ভূমিহারা চাকরি প্রার্থীদের অভিযোগ, চাকরির দাবিতে আমরা দীর্ঘদিন ধরে অনশন , অবরোধ অনেক কিছুই করছি । জেলা প্রশাসন আমাদের বিষয়টা নিয়ে খামখেয়ালি করছে ‌ । সামনেই বন দফতরে রিক্রুটমেন্ট হল । আমাদের একজনকেও ঢোকালো না ।  আমাদের শুধু ভুয়ো আশ্বাস দিচ্ছে , সে জেলা প্রশাসন হোক বা জেলা তৃণমূলের কর্মকর্তারা হোক । ‘ 

দিন কয়েক বাদেই রাজ্যের  মুখ্যমন্ত্রী আসছেন জলপাইগুড়িতে । জেলা প্রশাসন ও স্থানীয় তৃণমূল নেতাদের ওপর আস্থা হারিয়ে শেষ পর্যন্ত  মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতেই জোরদার আন্দোলনের পথে ভূমিহারা পরিবারের সদস্যরা ।

               ছবি/ভিডিও -নাগরিক নিউজ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *