উত্তম দেব
নিঃসন্দেহে রাজনীতিতে ব্যক্তি হত্যার সূচনা করেছিল নকশালরা । দলের ভেতরে বিপ্লবের নামে ব্যক্তি হত্যার রাজনীতিতে অনুমোদন দিয়েছিলেন খোদ চারু মজুমদার । সিপিআই(এম এল ) এর ভেতর অনেকেই ‘ খতমের লাইন‘ এর বিরোধিতা করলেও দলে পাত্তা পান নি বরং সাধারণ নকশালপন্থীরা খতমের নেশায় মেতে ওঠে । এর পরিণাম হয়েছিল ভয়াবহ । বিপ্লবের নামে এরা গ্রামের বড় কৃষককে খুন করল । ডিউটি সেরে বাড়ির পথে ফেরা ট্রাফিক সার্জেন্টকে খুন করল । প্রাণ নিল উপাচার্যেরও । দলীয় পর্যায়ে খুনোখুনিটা শুরু হয়েছিল নকশাল ভার্সেস সিপিএম দিয়ে । সিপিএমের অভিযোগ সেই সময় কংগ্রেসও নকশাল সেজে দলের বহু কর্মীকে খতম করেছে । এই জন্য ‘ কংশাল‘ বলে একটা শব্দ সত্তরের দশকের বাজারে চালু করেছিল সিপিএম ।
চারু মজুমদারের ‘ খতমের লাইন ‘ দিয়েই বাংলায় হত্যার রাজনীতির সূত্রপাত |
সত্তর-একাত্তর-বাহাত্তর — এই তিনটি বছর পশ্চিমবঙ্গের সমাজজীবন সন্ত্রাস আর নৈরাজ্যের অমানিশায় ডুবে গিয়েছিল । সন্ত্রাস , রাষ্ট্রীয় সন্ত্রাস আর বহুমাত্রিক রাজনৈতিক খুনোখুনিতে জেরবার হয়ে গিয়েছিল রাজ্যটা । নকশালের ছেলেরা সিপিএমের ছেলের গলা নামাচ্ছে । সিপিএম পাল্টা নকশাল মেরে বদলা নিচ্ছে । কখনও ফরওয়ার্ড ব্লক আর সিপিএমে লেগে যাচ্ছে । কোনও গ্রামে এসইউসি- সিপিএমে লড়াই বেঁধে যাচ্ছে । কোথাও সিপিএম ভার্সেস সিপিআই পর্যন্ত । কোথাও এসইউসি-আরএসপিতেও মারামারি করে মরেছে । এই রকম গোলমেলে পরিস্থিতিতেই একাত্তরের ২০ ফেব্রুয়ারি কলকাতার রাস্তায় প্রকাশ্য দিবালোকে খুন হয়ে গেলেন প্রবাদপ্রতিম ফরওয়ার্ড ব্লক নেতা হেমন্ত বসু । যেই হত্যাকান্ড আজও রহস্যাবৃত ।
হেমন্ত বসুর হত্যারহস্যের কোনও সমাধান হয় নি |
এই অভিশপ্ত হননকালে কংগ্রেস একাত্তরের শেষে বাংলাদেশ যুদ্ধের আগে পর্যন্ত বেশ ব্যাকফুটেই ছিল বলা যায়। বাংলাদেশ যুদ্ধে ইন্দিরা গান্ধীর অভাবনীয় সাফল্য পশ্চিমবঙ্গে কংগ্রেসকে ফের উজ্জীবিত করে । ততদিনে মেরেধরে নকশাল আন্দোলনকেও অনেকটাই বাগে নিয়ে এসেছেন ইন্দিরা । রাষ্ট্রপতির শাসনাধীনে ১৯৭২ এর ১১ই মার্চ পশ্চিমবঙ্গে যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেটাকে কলঙ্কিত করল কংগ্রেস । এই ভোট থেকেই ‘ রিগিং ‘ শব্দের সঙ্গে পরিচিত হল বাঙালি । তার আগে ভোটে অল্পস্বল্প কারচুপি হলেও অবাধে ছাপ্পা , বুথ দখল , বিরোধী দলের এজেন্টকে ঠেঙিয়ে তুলে দেওয়ার রেওয়াজ ছিল না । ভোটের দিন দুপুরের মধ্যে মারের চোটে বুথ ছেড়ে পালাল সিপিএম সহ বিরোধীরা । বরানগরে জ্যোতি বসু পর্যন্ত হাত তুলে দিলেন ! অথচ সেবার বাংলাদেশের মুক্তিযুদ্ধের দৌলতে হাওয়া কংগ্রেসের এতটাই অনুকূলে ছিল যে বিন্দুমাত্র গোলমাল না করেই সিদ্ধার্থশংকর রায়ের দল অনায়াসে ভোটে জিতে যেত ।
সত্তর-একাত্তরের পশ্চিমবঙ্গ ছিল লাল সন্ত্রাসের , যার সূচনা করেছিল নকশালদের ভুল রাজনীতি । বাহাত্তরে আসরে নামল কংগ্রেস । শুরু হল শাসক দলের সন্ত্রাস ও জবরদস্তির যুগ । বাংলার রাজনীতিতে ততদিনে বোমা , পাইপগান , ওয়ান শাটার কালচার পাকাপাকি ভাবে চলে এসেছে । নীতি আদর্শ থেকে দশহাত দূরে থাকা মস্তানরা পার্টির ছত্রছায়ায় আশ্রয় নিল । রুলিং পার্টির নেতার হাত মাথায় থাকলে এলাকার মানুষকে গরম দিয়ে টু পাইস কামানো যায় – এই রহস্যটাও যুব সমাজ জেনে ফেলল বাহাত্তর সাল থেকেই । বাহাত্তর থেকে সাতাত্তর – গ্রামে গ্রামে , পাড়ায় পাড়ায় সিপিএমের বহু কর্মী ঘরছাড়া হয়েছিলেন । রাজনৈতিক খুনখারাবি ততদিনে বাংলার সমাজজীবনের অঙ্গ হয়ে গেছে । অর্থাৎ সত্তরের একটি দশক জুড়ে ধীরে ধীরে বাঙালি রপ্ত করল, যে আমার রাজনৈতিক বিরোধী তাকে হত্যা করা যায় । যে অন্য দলের পতাকা বহন করে তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া যায় । কেউ অন্য দলকে ভোট দিতে পারে এই আভাস পাওয়া মাত্রই তার ঠ্যাঙটি মেরে ভেঙে দেওয়া যায় ।
সাতাত্তরে পশ্চিমবঙ্গে বামফ্রন্ট ক্ষমতায় এল । কিন্তু বাংলার রাজনৈতিক সংস্কৃতি কি বদলাল ? সত্তর- একাত্তরের ‘ রেইন অব টেরর ‘ ফিরে আসে নি কিন্তু রাজনীতিতে হিংসার আবাদ অব্যাহত থাকল । বামপন্থীরা শ্রেণী চরিত্র , শ্রেণী সংগ্রামের কথা বলে রাজনীতিতে হিংসাকে বৈধতা দেওয়ার একটা চেষ্টা করেন । কিন্তু পশ্চিমবঙ্গে রাজনৈতিক সংঘর্ষে কখনও শ্রেণী শত্রু মারা পড়ে না । এখানে দরিদ্র বামপন্থী দরিদ্র দক্ষিণপন্থীকে খুন করে । রাজনৈতিক শত্রুতা থেকে মানুষ প্রতিবেশীর ঘরে আগুন দেয় । গ্রামের দশঘর মিলে তিনঘরকে গ্রামছাড়া করে শুধু এই কারণেই যে তিন ঘরের তেরোজন তাদের পাট্টিকে ভোট দেয় নি ।
গ্রাম ছাড়া করার রাজনীতি , গ্রাম দখল করার রাজনীতি । বুথ থেকে বিরোধী দলের এজেন্টকে মেরে বাড়ি পাঠিয়ে দেওয়ার রাজনীতি । শুধু জেতা নয় দলের প্রার্থীকে রেকর্ড মার্জিনে জিতিয়ে আনার রাজনীতি । প্রতিপক্ষকে স্পেস না দেওয়ার এইসব রাজনীতি সিপিএম করেছে । এখন তৃণমূল করছে । গোটা ভারতবর্ষের দিকে তাকিয়ে দেখুন । প্রদেশে প্রদেশে অনেক রকমের জটিল সমস্যা আছে । সামাজিক হিংসা আছে । জাতিগোষ্ঠীগত অশান্তি আছে । রাজনীতিতে টাকার খেলাও আছে । কিন্তু রাজনৈতিক হিংসা কমে এসেছে । অথচ ছিল । ভোটের দিন বিহার , ইউপি , হরিয়ানায় রক্তগঙ্গা বইত । ” ছাপ্পা ” শব্দটাই বিহারের বাহুবলীদের দান । বুথ দখল করে অবাধে ব্যালট পেপারে ছাপ মারা হত বলে ” ছাপ্পা” । যে ‘ গোবলয় ‘ নিয়ে সংস্কৃতিমনা রুচিশীল বাঙালির এত নাক কোঁচকানি সেই গোবলয়েও এখন বিনা রক্তপাতে লোকসভা-বিধানসভার ভোটপর্ব মিটছে । এমনকি পুরসভা -পঞ্চায়েতের মতো স্থানীয় নির্বাচনেও মারামারি বন্ধ হয়ে গেছে । পশ্চিমবঙ্গ পারছে না কেন ? রাজনৈতিক হিংসায় লাগাম টানতে কেন পারছে না পশ্চিমবঙ্গ ?
রাজনৈতিক হিংসায় আজ বিহার-ইউপিকেও লজ্জায় ফেলছে বাংলা |
বিধানসভা নির্বাচনের দিন যত এগোচ্ছে আর আমাদের ভয় ততই বাড়ছে । রাজনৈতিক নেতাদের ভাষণ ” মারব এখানে লাশ পড়বে শ্মশানে ” স্টাইলের । মিডিয়া এই ধরণের বক্তব্যকেই বেশি হাইলাইটস দিচ্ছে । বেপরোয়া নেতারা দ্বিগুণ উৎসাহে মুখে কুকথার ফোয়ারা ছোটাচ্ছে । রাজ্যের মুখ্যমন্ত্রী । তিনিও কিনা মেজাজ হারিয়ে মঞ্চে তুই তোকারি করছেন ! রাজ্য জুড়ে সারা বছরই রাজনৈতিক হানাহানি রোজকার ঘটনা । ভোট এগিয়ে আসতেই তা সংখ্যায় বাড়ছে । এবং শেষ পর্যন্ত পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে তা অনুমান করেই শিউড়ে উঠছেন অনেকে । একটা মানুষ মরে গেলে নেতাদের কিছু না। কিন্তু একটা সংসার অন্ধকার হয়ে যায় । জোয়ান ছেলে পার্টি করতে গিয়ে লাশ হয়ে ঘরে ফেরে । নেতারা মৃতদেহে মালা চড়িয়ে কনভয় হাঁকিয়ে ফিরে আসেন। বুড়ো বাপমায়ের বাকি জীবন কাটে বিলাপ করে । লাশের পাহাড়ে চড়ে ক্ষমতার চেয়ারে গিয়ে যাঁরা বসেন তাঁদের কানে পুত্রহারা বাপ-মা , স্বামীহারা বিধবা , বাপহারা ছেলেমেয়েদের কান্না পৌঁছায় না ।
রাজনৈতিক নেতাদের সদিচ্ছা থাকলে ভোট মরশুম হিংসামুক্ত রাখা সম্ভব । কিন্তু সদিচ্ছা দেখাতে গেলে সৎ সাহস লাগে । গদিই যেখানে পাখির চোখ সেখানে সৎ সাহস দেখিয়ে আহাম্মক সাজতে রাজি কোন নেতানেত্রী , দাদাদিদি ? আর নাগরিক সমাজের মাথা বুদ্ধিজীবী কূল ? এই রাজ্যে বুদ্ধিজীবী বলে যাঁদের চালানো হয় বহু আগেই তাঁদের দু’কান কাটা গেছে । পারিতোষিকভোগী এই বুদ্ধিজীবীরা এখন সদর্পে রাস্তার মাঝখান দিয়ে হাঁটেন । রাজ্য রসাতলে ডুবতে বসলেও কেউ সরকার প্রধানের কানের কাছে গিয়ে বলবে না, ‘দোহাই আপনার, জেতা হারা তুচ্ছ । সবাইকে নিয়ে বসে এমন সৌহার্দ্যপূর্ণ পরিস্থিতি তৈরি করুন যেখানে রাজনীতি চলবে , তর্কবিতর্ক থাকবে , পক্ষবিপক্ষ থাকবে , ভোট হবে ,সব হবে । কিন্তু কোনও মায়ের কোল খালি হবে না । ‘
পশ্চিমবঙ্গে কবে থামবে রাজনৈতিক হিংসার পরম্পরা ? |