রাহুলের সাংসদ পদ খারিজের আদেশ প্রত্যাহৃত, সাড়ে চার মাস পর সংসদে ফিরলেন সোনিয়া পুত্র - nagariknewz.com

রাহুলের সাংসদ পদ খারিজের আদেশ প্রত্যাহৃত, সাড়ে চার মাস পর সংসদে ফিরলেন সোনিয়া পুত্র


বসন্তে বিরস বদনে বিদায়, ভরা বর্ষায় হাসিমুখে সংসদে ফিরলেন রাহুল

দিল্লি: সাড়ে চার মাস পরে সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী। অপরাধমূলক মানহানির মামলায় সুরাট ম্যাজিস্ট্রেট আদালতে দু’বছরের কারাবাসের সাজা হ‌ওয়ায় গত ২৪ মার্চ রাহুলের সাংসদ পদ খারিজ করে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সংবিধানের ১০২(১)-ই অনুচ্ছেদ এবং জনপ্রতিনিধিত্ব আইন (১৯৫১)-র ৮(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাহুলের সাংসদ পদ খারিজ করা হয়েছিল। গত শুক্রবার (৪ অগাস্ট) নিম্ন আদালতের রায়ের উপর স্থগিতাদেশ জারি করে সুপ্রিম কোর্ট। এরপরেই রাহুলের সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার দাবি তোলে কংগ্রেস। সাজা স্থগিত হয়ে যাওয়ায় সাংসদ পদ ফিরে পেতে রাহুলের সামনে কোন‌ও আইনগত বাধাও ছিল না। সোমবার সকালে স্পিকারের সচিবালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে রাহুলের পদ ফিরিয়ে দেওয়ার কথা জানানো হয়। সুপ্রিম কোর্টের নির্দেশের ৪৮ ঘন্টার মধ্যেই সাংসদ পদ ফিরে পেলেন রাহুল গান্ধী।

রাহুলের সাংসদ পদ খারিজের নির্দেশ প্রত্যাহার করে লোকসভা সচিবালয়ের জারি করা বিজ্ঞপ্তি। ছবি- এএন‌আই/ টুইটার

স্পিকারের সচিবালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “যে হেতু রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করার নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে আদালত, তাই আপাতত তাঁর সাংসদ পদ খারিজের আদেশ প্রত্যাহার করা হল।” ২০১৯-এর লোকসভা নির্বাচনের প্রচার পর্বে কর্নাটকের একটি সভায় রাহুল গান্ধী মোদী পদবি নিয়ে কুমন্তব্য করেছিলেন বলে অভিযোগ। সুরাট ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগে রাহুলের বিরুদ্ধে ‘অপরাধমূলক মানহানির’ মামলা করেন গুজরাটের বিজেপি বিধায়ক পূর্ণেশ মোদী। মোদী পদবি অবমাননা মামলায় গত ২৩ মার্চ রাহুল গান্ধীকে দু’বছরের কারাদণ্ড দিয়েছিল সুরাটের ম্যাজিস্ট্রেট আদালত। সুরাট ম্যাজিস্ট্রেট আদালতের ২৩ মার্চের রায়ের বিরুদ্ধে সুরাটের অতিরিক্ত দায়রা আদালতে আপিল করেছিলেন রাহুল। ২০ এপ্রিল ম্যাজিস্ট্রেট আদালতের রায়কেই বহাল রাখেন সুরাট অতিরিক্ত দায়রা আদালতের বিচারক আরপি মোগেরা। এরপর সুরাটের ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হন রাহুল গান্ধী। ৭ জুলাই রাহুলকে নিরাশ করে গুজরাট হাইকোর্টের বিচারপতি হেমন্ত প্রচ্ছক জানিয়ে দেন, “নিম্ন আদালত রাহুল গান্ধীকে যে শাস্তি দিয়েছে, তা যথাযথ।”

নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে স্থগিতাদেশ চেয়ে এরপর সুপ্রিম কোর্টে আবেদন করেন রাহুল গান্ধী। শুক্রবার রাহুলের সাজার উপর স্থগিতাদেশ দেওয়ায় পাশাপাশি সুরাট ম্যাজিস্ট্রেট আদালতের রায়ের খানিকটা সমালোচনাও করে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। মামলার শুনানি চলাকালে সুরাট ম্যাজিস্ট্রেট আদালতের সমালোচনা করে বিচারপতি আর‌এস গাভাই ও বিচারপতি পিকে মিশ্র বলেন, “অপরাধ মূলক মানহানির মামলায় রাহুল গান্ধীকে কেন দু’বছরের জেলের সাজা দেওয়া হল, তার কোনও যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা বিচারক তাঁর রায়ে দেখাতে পারেন নি।” সুপ্রিম কোর্টের এই প্রতিক্রিয়াকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আইনজ্ঞরা

লোকসভার সদস্যতা ফিরে পেতেই সোমবার সংসদে এলেন রাহুল গান্ধী। ছবি- সংগৃহীত

জনপ্রতিনিধিত্ব আইনের ৮(৩) ধারায় স্পষ্ট করে বলা আছে, কারাবাসের মেয়াদ দুই বছরের চেয়ে একদিন কম হলেও দোষী জনপ্রতিনিধির পদ খারিজ করা যাবে না। এমনকি ছয় বছরের জন্য ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার থেকেও তাঁকে বঞ্চিত রাখা যাবে না। সুরাট ম্যাজিস্ট্রেট আদালতের রায়ে কারাবাসের মেয়াদ দু’বছর হ‌ওয়ায় সাংসদ পদ হারানোর পাশাপাশি ছয় বছরের জন্য ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকারও হারাতে বসেছিলেন রাহুল। ওয়েনাড়ের সাংসদের সংসদে ফেরার খবরে কংগ্রেসে তুমুল খুশির হাওয়া, উজ্জীবিত বিরোধী শিবির‌ও। পদ ফিরে পাওয়ার পর সংসদে ঢুকতে দেরি করেন নি ওয়েনাড়ের সাংসদ। সংসদ ভবনের বাইরে মহাত্মা গান্ধীর মূর্তিতে মালা দিয়েই ভেতরে প্রবেশ করেন রাহুল। রাহুলকে ঘিরে উল্লাসে মেতে ওঠেন কংগ্রেস সহ বিরোধী সাংসদেরা। চলে মিষ্টিমুখের পালাও। মঙ্গলবার লোকসভায় সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার কথা বিরোধীদের। সাংসদ পদে পুনর্বহাল হ‌ওয়ায় অনাস্থা বিতর্কে যোগ দিতে বাধা নেই রাহুলের। এক কথায়, বসন্তে বিরস বদনে বিদায় নিয়ে ভরা বর্ষায় হাসিমুখে সংসদে ফিরলেন রাহুল।

Feature Graphic is representational.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *