ছাত্র আন্দোলনের জেরে অগ্নিগর্ভ বাংলাদেশ, ভারতীয় নাগরিকদের সতর্ক করল ঢাকার ভারতীয় হাইকমিশন

ছাত্র আন্দোলনের জেরে অগ্নিগর্ভ বাংলাদেশ, ভারতীয় নাগরিকদের সতর্ক করল ঢাকার ভারতীয় হাইকমিশন


উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশে ভ্রমণরত ও কর্মসূত্রে থাকা ভারতীয় নাগরিকদের সাবধানে চলাচল করতে বলেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। যে সমস্ত ভারতীয় শিক্ষার্থী বাংলাদেশে পড়াশোনা করেছেন, তাঁদের‌ও সতর্ক হয়ে চলাফেরা করার পরামর্শ দিয়েছে হাইকমিশন। বৃহস্পতিবার দুপুরে ঢাকার ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল এক্স হ্যান্ডেল মারফত বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সতর্কতার বার্তা দেওয়া হয়েছে। হাইকমিশন থেকে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের অভ্যন্তরে ভ্রমণে না বেরোতে পরামর্শ দেওয়া হয়েছে। তাঁদের নিজ নিজ বাসস্থানের বাইরেও চলাচল সীমিত রাখতে বলেছেন ঢাকার ভারতীয় হাইকমিশন কর্তৃপক্ষ।

ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন থেকে প্রচারিত সতর্কবার্তা।

যে কোনও জরুরি প্রয়োজনে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের হাইকমিশনে যোগাযোগ করতেও বলা হয়েছে। সহায়তা চেয়ে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ সহ কয়েকটি ফোন নম্বর‌ও দিয়েছে হাইকমিশন কর্তৃপক্ষ। নম্বরগুলি হল: ভারতীয় হাইকমিশন, ঢাকা- ‍+৮৮০১৯৩৭–৪০০৫৯১ (হোয়াটসঅ্যাপ সহ), অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন, চট্টগ্রাম- +৮৮০১৮১৪–৬৫৪৭৯৭ ও ‍+৮৮০১৮১৪–৬৫৪৭৯৯, অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন, রাজশাহী-+৮৮০১৭৮৮–১৪৮৬৯৬, অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন, সিলেট- +৮৮০১৩১৩–০৭৬৪১১ ও অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন, খুলনা- +৮৮০১৮১২–৮১৭৭৯৯

Feature image: Collected


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *