যাত্রী চাপে সিদ্ধান্ত বদল,বিধিনিষেধ কালে ৭টা নয় শেষ লোকাল ট্রেন ছাড়বে রাত ১০টায় - nagariknewz.com

যাত্রী চাপে সিদ্ধান্ত বদল,বিধিনিষেধ কালে ৭টা নয় শেষ লোকাল ট্রেন ছাড়বে রাত ১০টায়


কলকাতা : রাজ্যে করোনা বিধিনিষেধ চলা কালে শেষ লোকাল ট্রেন শিয়ালদহ-হাওড়া থেকে সন্ধ্যা ৭টা নয় রাত ১০টাতেই ছাড়বে। রবিবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর ঘোষণার পর থেকেই নিত্যযাত্রীদের মধ্যে বিভ্রান্তি ছড়ায়। বিধিনিষেধের মধ্যে পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে সন্ধ্যা সাতটা পর্যন্ত লোকাল ট্রেন চলবে বলে জানিয়েছিলেন মুখ্যসচিব। সাতটার পর লোকাল ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে অফিস ফেরত কর্মীরা ঘরে ফিরবেন কীভাবে এই প্রশ্ন ওঠে। রেল কর্তৃপক্ষ‌ও জানিয়েছিল সরকারের নির্দেশ মতো কোনও স্টেশন থেকেই ১৫ জানুয়ারি পর্যন্ত সন্ধ্যা সাতটার পর লোকাল ট্রেন ছাড়বে না। শিয়ালদহ ও হাওড়া ছাড়াও আরও অনেক স্টেশন থেকেই যাত্রীরা লোকাল ট্রেনে চাপেন। সাতটার পর ট্রেন বন্ধ হয়ে গেলে এই যাত্রীরা মুশকিলে পড়বেন। বিধিনিষেধ জারি করার সময় রাজ্য প্রশাসনের কর্তাদের বিষয়টা খেয়াল না থাকায় বিস্মিত নিত্যযাত্রীরা।

লোকাল ট্রেনই লাইফ লাইন। বিধিনিষেধ কালে সন্ধ্যা ৭টা নয় শষ লোকাল ছাড়বে রাত দশটায়।

সোমবার বিকেল পর্যন্ত রাজ্য সরকার এবং রেল – টনক নড়ে নি কারোর‌ই। তবে সন্ধ্যার পর স্টেশনে স্টেশনে যাত্রী বিক্ষোভের আঁচ পেতেই তড়িঘড়ি সিদ্ধান্ত বদল করে রাজ্য সরকার। নবান্ন থেকে রেলকে জানিয়ে দেওয়া হয় সোমবার থেকেই রাত দশটায় শেষ লোকাল ট্রেন ছাড়ুক। এরপর স্টেশনে স্টেশনে এই কথা ঘোষণা হতেই যাত্রীসাধারণের ক্ষোভ ও উৎকন্ঠা হ্রাস পায়।

Photo Credit – ANI ( feature photo ). Feature Image is symbolic only.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *