দীপাবলিতে শুভেচ্ছা জানিয়ে নাসার ট্যুইট, মহাকাশের আলোর উৎসবের ছবি দিয়ে ধরার আলোর উৎসবকে বরণ করল নাসা - nagariknewz.com

দীপাবলিতে শুভেচ্ছা জানিয়ে নাসার ট্যুইট, মহাকাশের আলোর উৎসবের ছবি দিয়ে ধরার আলোর উৎসবকে বরণ করল নাসা


সায়েন্স ডেস্ক : আলোর উৎসব দীপাবলি ছুঁয়ে গেল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসাকেও । ” হ্যাপি দিওয়ালি ” জানিয়ে ট্যুইট করেছে নাসা । দীপাবলি আলোর উৎসব ।‌ অন্ধকারের উৎস হতেই মহাবিশ্বে উৎসারিত আলো।‌ কার্তিকের অমাবস্যায় ঘোর অন্ধকার নিশীথ আলোর মালায় সাজিয়ে তোলা আসলে অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা । সহস্র সহস্র বছর আগেই ভারতের অন্তরাত্মা বলে উঠেছিল ” তমসো মা জ্যোতির্গমায় ” । হে মানবসন্তান, হে অমৃতের পুত্র অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা কর । অনাদি, অনন্ত মহাকাশে নিত্য নিরবধি আলোর উৎসব । মহাশূন্যই আমাদের চিরন্তন ঘর। এটা বোঝাতেই দীপাবলির শুভেচ্ছা ট্যুইটের সঙ্গে হাবল টেলিস্কোপে তোলা একটি ক্লাস্টার বা নক্ষত্রপুঞ্জের অনবদ্য সুন্দর ছবি শেয়ার করেছে নাসা ।

হ্যাপি দিওয়ালি জানিয়ে নাসার ট্যুইট।

মিল্কিওয়ে গ্যালাক্সির প্রায় কেন্দ্রস্থলে অবস্থিত গ্লোবিউলার ক্লাস্টারের ছবিটিতে দেখা যাচ্ছে কোটি কোটি তারার দ্যুতি । নিযুত নক্ষত্রের আলোয় আলোয় ভেসে যাচ্ছে কালো মহাকাশ । নাসার  ট্যুইটটি ইতিমধ্যেই ৩২২৫ বার রিট্যুইট হয়েছে । ১৮হাজার লাইক পড়েছে । অসংখ্য মানুষ বিস্ময়ে মুগ্ধ হয়ে গেছেন হাবল টেলিস্কোপের তোলা মহাকাশের দিওয়ালির ছবি দেখে । দীপাবলির শুভেচ্ছা জানানোর পাশাপাশি নাসাকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলে।

Photo Credit – NASA twitter.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *