রাজীব বন্দ্যোপাধ্যায়কে আপাদমস্তক দুর্নীতিবাজ বললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । রাজীব দলে ফেরায় শীর্ষ নেতৃত্বের প্রতি ক্ষোভ গোপন রাখলেন না কল্যাণ ।
ডেস্ক রিপোর্ট : রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে ফিরতেই রেগে আগুন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । রাজীবকে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বললেন শ্রীরামপুরের সাংসদ । রবিবার আগরতলায় তৃণমূলের সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে দলে ফেরেন রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীবের দলে ফেরাকে কোনও মতেই মেনে নিতে পারছেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে কল্যাণের গলায় দলের প্রতি ক্ষোভও ধরা পড়েছে । তিনি বলেন, ” তৃণমূলে থাকতে হলে দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হয় । আমাকেও মেনে নিতে হবে । কিন্তু আমি জানি না এই রকম একটা টপ টু বটম করাপ্টেড একজন লোককে কেন জয়েন করানো হল । “
রাজীব ও কল্যাণ – দুই বাড়ুজ্যের সম্পর্ক বরাবরই আদায়কাঁচকলায় ।রাজীব যখন তৃণমূল ছাড়ব ছাড়ব করছিলেন তখন থেকেই রোজ নিয়ম করে রাজীবকে কটাক্ষ হানা শুরু করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বিজেপিতে যোগ দিতেই রাজীবের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে মাঝেমধ্যে ভাষায় বেলাগাম পর্যন্ত হয়ে পড়তেন শ্রীরামপুরের সাংসদ। ভোটে হারার পর রাজীব বন্দ্যোপাধ্যায় তৃণমূলে প্রত্যাবর্তনের জন্য দৌড়ঝাঁপ শুরু করতেই ফের রাজীবের বিরুদ্ধে বিষোদগার শুরু করেন কল্যাণ । তাই রবিবার রাজীবের তৃণমূলে ফেরার খবর কানে আসতেই নিজেকে আর সামলাতে পারেন নি এই দুঁদে আইনজীবী । অভিমানের সুরে কল্যাণ বলেন, ” অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দলের কোনও কর্মীর মনে আঘাত দিয়ে কোনও বিশ্বাসঘাতককে দলে ফেরানো হবে না। আমিও একজন দলের কর্মী এবং সাংসদ । ” রাজীব বন্দ্যোপাধ্যায় দলে ফেরায় তাঁর মনে যে যথেষ্টই আঘাত লেগেছে , সেটা বোঝাতেই কল্যাণ এইভাবে বললেন বলে মনে করা হচ্ছে। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার লাইন উদ্ধৃত করে সাংসদ বলেন ” কেউ কথা রাখে নি। ” তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মানেই মমতা ও অভিষেক । তাঁরা তাঁদের কথা রাখতে পারলেন না বলেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিলেন বলে মনে করছে রাজনৈতিক মহল । কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ” ভোটের সময় মমতাদি বলেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়ের তিন-চারটে বাড়ি আছে গড়িয়াহাটে । দুবাইয়ে রাজীবের টাকার লেনদেন চলে । তারপরেও রাজীব বন্দ্যোপাধ্যায়কে কেন দলে ফিরিয়ে নেওয়া হল, তা একমাত্র শীর্ষ নেতৃত্বই বলতে পারবেন। “
ক্ষমতায় আসার বহু আগে থেকেই মমতার সঙ্গে আছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে দলের ভেতরে তিনি যে খুব একটা স্বস্তিতে নেই এর আগে মিডিয়ার সামনে দু’একবার তেমন ইঙ্গিত দিয়েছেন শ্রীরামপুরের সাংসদ। রবিবার রাজীবকে ঘিরে কল্যাণের কথায় অসন্তোষের আভাস আগের থেকে অনেক বেশি স্পষ্ট ।
Photo Credit – Official FB page of Kalyan Banerjee.