ড্রোন দিয়ে ভারতীয় দূতাবাসের ‌উপরেও পাকিস্তানের নজরদারি ! কড়া প্রতিক্রিয়া সাউথ ব্লকের - nagariknewz.com

ড্রোন দিয়ে ভারতীয় দূতাবাসের ‌উপরেও পাকিস্তানের নজরদারি ! কড়া প্রতিক্রিয়া সাউথ ব্লকের


আন্তর্জাতিক ডেস্ক : এবার ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের উপর ড্রোন উড়তে দেখা গিয়েছে বলে সূত্রের খবর । শুক্রবার সকালে ভারতীয় দূতাবাসের আবাসিক এলাকার ওপরে ড্রোনটি ঢুকে পড়ে বলে জানা গেছে । এই ব্যাপারে সরকারি ভাবে এখনও কোনও তথ্য সরবরাহ করা না হলেও জানা গিয়েছে ঘটনায় ভীষণ বিরক্ত সাউথ ব্লক । ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তানের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে বলে খবর মিলেছে ।

গত ২৭ জুন রাতে জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে বিস্ফোরক ভর্তি ড্রোন হামলার ঘটনার পর থেকেই ভারত-পাক সীমান্ত জুড়ে নজরদারি আর‌ও কড়া করেছে কেন্দ্র । বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলার পর থেকেই রোজ‌ই জম্মুর আকাশে পাকিস্তান থেকে নিয়ন্ত্রিত ড্রোন উড়তে দেখা যাচ্ছে । কাশ্মীরে সন্ত্রাস সৃষ্টিতে ড্রোন হামলা একটি নতুন সংযোজন বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা । আগেও সীমান্তে অনেকবার পাক ড্রোনের তৎপরতা দেখা গিয়েছে । কিন্তু এবারের তৎপরতা অনেক বেশি সুপরিকল্পিত বলে ধারণা করা হচ্ছে । চিনে তৈরি উন্নত মানের এইসব ড্রোনের ভারতের আকাশে পাঠানোর পেছনে পাকিস্তান আর্মির সক্রিয় সহযোগিতা রয়েছে বলে সন্দেহ করছেন ভারতের গোয়েন্দারা । এবার ইসলামাবাদে ভারতীয় দূতাবাসের উপরে ড্রোন উড়ার ঘটনাকে দূতাবাসে পাকিস্তনের নজরদারি চালানোর চেষ্টা বলেই মনে করছে ভারত , যা কূটনৈতিক শিষ্টাচারের গুরুতর লঙ্ঘন ।

Cover Photo is symbolic / Photo Courtesy – fortune.com


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *