করোনা সংক্রমণ বাড়তে থাকায় বড় প্রচার থেকে সরে আসার সিদ্ধান্ত বামফ্রন্টের - nagariknewz.com

করোনা সংক্রমণ বাড়তে থাকায় বড় প্রচার থেকে সরে আসার সিদ্ধান্ত বামফ্রন্টের


কলকাতা,৪ এপ্রিল,২০২ : করোনা সংক্রমণের কথা মাথায় রেখে বাকি তিন দফা ভোটে বড় প্রচার থেকে সরে এল বামফ্রন্ট । বুধবার আলিমুদ্দিন স্ট্রিটের সিপিএম রাজ্য দফতরে সাংবাদিক সম্মেলনে এ কথা ঘোষণা করলেন মহম্মদ সেলিম । বড় বড় সভা বা জমায়েতের পরিবর্তে ছোট পথসভা , বাড়ি বাড়ি যাওয়া ও সামাজিক মাধ্যমে ভার্চুয়াল প্রচারেই জোর দেবেন বামেরা । সেলিম বলেন, ‘ আমরা সিদ্ধান্ত নিয়েছি চারটে প্রচার হয়েছে । পঞ্চম পর্যায়ের প্রচার শেষ লগ্নে । পরের পর্যায়ের নির্বাচন গুলিতে যথা সম্ভব বড় জমায়েত , ভিড় এবং হ‌ইচ‌ই পাকানো প্রচারে না গিয়ে মানুষকে সচেতন করার ওপর জোর দেবেন আমাদের কর্মীরা । ‘ 

করোনা সংক্রমণের প্রথম ঢেউয়ে লকডাউন চলাকালে জায়গায় জায়গায় কমিউনিটি কিচেন সহ নানা ত্রাণ কর্মসূচি নিয়েছিলেন বাম কর্মী-সমর্থকেরা । দ্বিতীয় ঢেউয়ের জেরে সংক্রমণ ফের বৃদ্ধি পাওয়ায় বামেরা আবার এই ধরণের কর্মকান্ড শুরু করবে বলেও সিপিএমের পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম। সেলিম জানান, ‘ যেখানে যেখানে ভোট হয়ে গেছে বা যেখানে যেখানে ভোট হবে , সব জায়গাতেই এক‌ই রকম ভাবে গত‌ এক বছর ধরে আমরা যে পরিষেবা দিয়েছি , তা আমরা করব । আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো , বাস্তব পরিস্থিতি মেনে সবাইকে সচেতন করা এবং অসহায় মানুষের কাছে যাওয়ার পাশাপাশি মানুষের হক নিয়ে লড়াই চালিয়ে যাব আমরা । আর রেশন ও খাদ্য পৌঁছে দেওয়ার মতো কাজ‌ও আমরা চালিয়ে যাব । ‘ 

কেন্দ্রীয় সরকারের ভুল ও অবৈজ্ঞানিক নীতির কারণেই দেশে করোনার সংক্রমণ ফের ভয়ঙ্কর আকার ধারণ করেছে বলে অভিযোগ করেন মহম্মদ সেলিম । কেন্দ্রর ও রাজ্য – দুই সরকার কোভিড নাইন্টিন সংক্রমণ নিয়ে প্রকৃত তথ্য গোপন করেছে বলে মনে করেন তিনি । গুজরাট সহ বিজেপি শাসিত রাজ্য গুলির স্বাস্থ্য পরিকাঠামোর কঙ্কালসার চেহারাটা বাইরে বেরিয়ে এসেছে বলেও কটাক্ষ করেন সেলিম ।

আলিমুদ্দিনে সেলিম : করোনা পরিস্থিতিতে বড় সভা থেকে সরল বামেরা ।

                    

সংক্রমণ মোকাবিলায় ইতিমধ্যেই টোটাল লকডাউনের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। গত ২৪ ঘন্টায় দেশে লক্ষ ৮৪ হাজার ৩৭২ জন কোভিড পজিটিভ শনাক্ত হয়েছে । মৃত্যু হয়েছে এক হাজার সাতাশ জন মানুষের। যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ বলে জানা গেছে। এই পরিস্থিতিতে জাতীয় পর্যায়ে লকডাউন নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেয় নি কেন্দ্রীয় সরকার । কোভিড মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের সমালোচনা করে মহম্মদ সেলিম বলেন,‌ ‘ আমাদের সরকার তো করোনা মোকাবিলা মানে একটা জিনিস‌ই জানে লকডাউন । ‘ এখনও আগের লকডাউনের প্রভাব‌ই যায় নি বলে অভিযোগ করে সিপিএমের এই নেতা বলেন , ‘ কর্মহীন মানুষের জ্বালা , মানুষের আকুতি ও যন্ত্রণা এখনও তাজা । মুখের কথায় অর্থনীতির কিছু হয় নি । লকডাউনে ক্ষতিগ্রস্ত কৃষি , কৃষক , বাজার এবং কলকারখানাকে সুরাহা দিতে এখনও কোনও ব্যবস্থা করে উঠতে পারে নি সরকার । ‘ 

সিপিএম সহ বামফ্রন্টের শরিকেরা বড় মাপের প্রচার পরিহার করার কথা বললেও এই ব্যাপারে সংযুক্ত মোর্চার শরিক কংগ্রেস ও আইএস‌এফ কী মনোভাব নিচ্ছে তা এখনও স্পষ্ট নয় । 


ভিডিও – সেলিমের সাংবাদিক সম্মেলন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *