ইস্যু যখন আমফান : আমফানের পর এক পয়সাও দেয় নি কেন্দ্র , পাল্টা অভিযোগ মমতার - nagariknewz.com

ইস্যু যখন আমফান : আমফানের পর এক পয়সাও দেয় নি কেন্দ্র , পাল্টা অভিযোগ মমতার


পলিটিক্যাল ডেস্ক,২৫ মার্চ,২০২১ : রাজ্যের উপকূলবর্তী এলাকা গুলিতে আমফান দুর্নীতিকেই শাসকদলের বিরুদ্ধে প্রচারে বড় হাতিয়ার করেছে বিরোধীরা । সভার পর সভায় আমফান নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে চলেছেন মোদী-শাহ জুটি । ত্রাণ নিয়ে আমফান বিধ্বস্ত অঞ্চল গুলিতে শুরু থেকেই মানুষের ক্ষোভবিক্ষোভ রয়েছে । ভোটে বিজেপি এটাকেই কাজে লাগাতে চাইছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা । প্রথম দফা ভোটের প্রচারের শেষ দিন আমফান নিয়ে বিরোধীদের অভিযোগ খন্ডনে অনেকটাই শব্দ খরচ করতে দেখা গেল তৃণমূল সুপ্রিমোকে ।  মোদী-শাহের অভিযোগ আমফানের ত্রাণে কেন্দ্রের পাঠানো কোটি কোটি টাকা নয়ছয় করেছেন তৃণমূলের নেতারা । বৃহস্পতিবার পর পর চারটি সভা থেকে মমতা জবাব দিলেন, আমফান কিম্বা ফনী – কোনও দুর্যোগের‌ পরেই এক পয়সাও দেয় নি কেন্দ্রীয় সরকার । 

আমফান পরবর্তী ত্রাণ নিয়ে শাসকদলের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে ।


এদিন দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা , সাগর , দাঁতন এবং মেদিনীপুর শহরে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় । মুখ্যমন্ত্রী বলেন, ‘ আমফানে যাদের ক্ষতি হয়েছিল কেন্দ্রীয় সরকার তাদের এক পয়সাও দেয় নি । ‘ এমনকি কোভিড মোকাবিলায়‌ও রাজ্য সরকার কেন্দ্রের কাছ থেকে কোনও সাহায্য পায় নি বলে দাবি করেন মমতা । তৃণমূল সুপ্রিমো বলেন,‌ ‘ আপনারা জেনে রাখবেন আমফানে এক পয়সাও দেয় নি । ফনীতেও এক পয়সা দেয় নি । তা সত্বেও আমরা নিজেদের টাকা থেকে আট হাজার কোটি টাকা খরচ দিয়ে আমফানে ক্ষতিগ্রস্ত ২০ লক্ষ বাড়ি সারিয়েছি আমফান ঘূর্ণিঝড়ে ভেঙে পড়া সড়ক , নষ্ট হয়ে যাওয়া চাষের ‌জমি এবং ‌বিধ্বস্ত বিদ্যুৎ পরিকাঠামো রাজ্য সরকার নিজের অর্থে সারিয়েছে বলেও দাবি করেন তিনি। তবে আমফান পরবর্তী পুনর্গঠন নিয়ে যে অনিয়ম হয়েছে সভা থেকে তাও স্বীকার করেন মুখ্যমন্ত্রী । মমতা বন্দ্যোপাধ্যায় বলেন , ‘ বড় কাজ করতে গিয়ে কোথাও কোথাও একটু আধটু ভুলভাল হয় । দু’একটা জায়গায় প্রবলেম যদি থাকে দুয়ারে সরকার অভিযোগ জানালেই সমাধান মিলবে । ‘ 

আমফান ঘোটালা নিয়ে মমতাকে আক্রমণ শানিয়ে যাচ্ছেন মোদী-শাহ ।

আমফান ত্রাণ নিয়ে জনগণের মনে জমে থাকা ক্ষোভ দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুরের ভোটের ফলে‌ প্রতিফলিত হতে পারে বলে ‌রাজনৈতিক পর্যবেক্ষকদের অনুমান । যা অসুবিধায় ফেলতে পারে তৃণমূলকে । এই হিসেব কষেই প্রথম দুই দফার ভোটে আমফান দুর্নীতিকেই বড় ইস্যু করতে চাইছে বিজেপি । এটি বুঝতে পেরেই শেষবেলায় আমফান নিয়ে বিরোধীদের অভিযোগ ভোঁতা করতে  নেমে পড়েছেন মমতা । অন্ততঃ এমনটাই মনে করছে রাজনৈতিক মহল ।

Picture Courtesy- TMC facebook page, BJP facebook page and Daily Hunt.

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *