উ ত্ত ম কু মা র দে ব
আজ দেবী সরস্বতীর পুজো । মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে দেবী পূজিতা হন । এই তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত । দেবী সরস্বতীকে বলা হয় বাগদেবী । অর্থাৎ শুভ্রবর্ণা এই দেবী আমাদের বাকশক্তির নিয়ন্ত্রা । এখানে বাক অর্থ জ্ঞান । সরস্বতী নামের অর্থ জ্যোতির্ময়ী । বৈদিক ঋষিরা জ্যোতি শব্দের ওপর অতীব গুরুত্ব আরোপ করেছেন। সাধারণ ভাবে ‘জ্যোতি ‘ মানে আলো। আবার জ্যোতিকেই জ্ঞান রূপে অলঙ্কৃত করেছে বেদ । বৃহদারণ্যক উপনিষদ বলছে, ‘ তমসো মা জ্যোতির্গময় ‘ । অর্থাৎ হে পরমপুরুষ আমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে চলো । এই আলো হচ্ছে জ্ঞান । জ্ঞানের আলো । অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোর দিকে যাত্রার আকুতি উপনিষদের ছত্রে ছত্রে । দেবী সরস্বতীকে বলা হচ্ছে জ্যোতির্ময়ী । অর্থাৎ তিনি জ্ঞানশক্তিতে পরিপূর্ণা ।
ভারতীয় আধ্যাত্মবাদের সঙ্গে যুক্ত কোনও রূপ এবং রূপক নিয়ে আলোচনা খুব সহজ ব্যাপার নয় । এক একটি রূপের উৎস এবং মাহাত্ম্য এত বহুমাত্রিকতা সম্পন্ন যে সহজভাবে তার ব্যাখ্যা করা বেশ কঠিন । জ্ঞানসাগরে দেবী সরস্বতীকে খুঁজতে গিয়েও থই পাওয়া যায় না । তিনি আমাদের জ্ঞান , বিদ্যা , বুদ্ধি , মেধার অধিষ্ঠাত্রী দেবী । তিনি শুধু শুদ্ধজ্ঞানই প্রদান করেন না আমাদের সুবুদ্ধিও দেন । সরস্বতী বৈদিক দেবী । আমরা বাঙালিরা জগতের আদিশক্তি অনুসন্ধানে মাদুর্গা , মাকালীর শরণাপন্ন হই । এই দুই নারী মূলতঃ অভিন্না । এবং তাঁরাই আদ্যাশক্তির উৎস ও আধার । কিন্তু আমাদের পরমারাধ্যা মাদুর্গা , মাকালী বৈদিক নন । যে ধনসম্পদ এবং অর্থ বিনা জাগতিক সুখ লাভ কদাপি সম্ভব নয় তা লাভের জন্যও আমরা একজন নারীরই শরণাগত হই । সেই নারীর নাম মালক্ষ্মী । কিন্তু তিনিও সেই অর্থে বৈদিক দেবী নন। আমরা বিদ্যার জন্য শ্বেতপদ্মে আসীন , শ্বেত রাজহংস বাহিনী , শ্বেতবসনা এবং শ্বেতবর্ণা যে নারীর কৃপা প্রার্থনা করি তাঁর উৎস এবং উদ্ভব কিন্তু পূর্ণ রূপেই বৈদিক ।
বাঙালির সরস্বতী দ্বিভূজা |
বীণা বাদনরতা দেবীর এক হাতে অক্ষমালা আরেক হাতে বেদপুস্তক |
বেদ-পুরাণ জুড়ে বীণাপাণি বাগদেবীর স্বরূপ ব্যাখ্যার শেষ নেই । বাঙালির তিনি মা সরস্বতী । ভারতের অন্যত্র দেবী সরস্বতীর বিগ্রহ ময়ুর বাহনা এবং তিনি চতুর্ভূজা । বীণা বাদনরতা দেবীর এক হাতে অক্ষমালা । আরেক হাতে বেদপুস্তক । রাজহংসের পৃষ্ঠে আসীনা বাঙালির সরস্বতী দ্বিভূজা । দেবীর বামহস্তে বীণা দক্ষিণ হস্তে বরাভয় মুদ্রা । বাঙালির ঘরে ঘরে আজ জ্যোতির্ময়ী সরস্বতীর আরাধনা । দেবী জ্যোতির্ময়ী জ্ঞানের আলো দান করে আমাদের মনের অন্ধকার ঘুচিয়ে দিন ।
শিল্পী রবি বর্মার আঁকা দেবী সরস্বতী |
ছবি-সংগৃহীত