তুফানগঞ্জে বীর চিলা রায়ের মূর্তি ভাঙার ৭২ ঘন্টা পরেও অধরা দুষ্কৃতীরা || রাজবংশী ভাবাবেগে আঘাত || প্রতিবাদে পথে বিজেপি - nagariknewz.com

তুফানগঞ্জে বীর চিলা রায়ের মূর্তি ভাঙার ৭২ ঘন্টা পরেও অধরা দুষ্কৃতীরা || রাজবংশী ভাবাবেগে আঘাত || প্রতিবাদে পথে বিজেপি


প্রদ্যুৎ দাস , জলপাইগুড়ি , ১৮ ডিসেম্বর :  কোচবিহারের তুফানগঞ্জে বীর চিলা রায়ের  মূর্তি ভাঙার বাহাত্তর ঘন্টা পরেও ঘটনায় জড়িতরা গ্রেফতার না‌ হ‌ওয়ার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়িতে মিছিল করল ভারতীয় জনতা যুবমোর্চা ও মহিলামোর্চা। মিছিল করে কোতয়ালী থানার সামনে গিয়ে বিক্ষোভও দেখান যুবমোর্চা ও মহিলামোর্চার কর্মীসমর্থকেরা । 

কোতয়ালি থানার সামনে বিজেপির বিক্ষোভ

কোচবিহার রাজ বংশের প্রধান সেনাপতি বীর চিলা রায়ের স্মৃতি রাজবংশী জনগোষ্ঠীর অস্মিতার সঙ্গে জড়িয়ে আছে । তিনি কছাড়ি  , অহোম ও ভূটানি সেনাদের পরাজিত করে স্বাধীন কোচবিহার রাজ্যকে রক্ষা করেছিলেন । তুফানগঞ্জে বীর চিলা রায়ের মূর্তি ভাঙার ঘটনায় স্বাভাবিক ভাবেই তেতে রয়েছেন উত্তরবঙ্গের রাজবংশী সমাজের মানুষ। 

জেলা বিজেপির নেতা ধর্তিমোহন রায় বলেন, বীর চিলা রায় ও ঠাকুর পঞ্চানন বর্মা – এই দুই জনকে রাজবংশী সমাজের মানুষ ভগবান জ্ঞানে পুজো করে থাকেন । ভারতের ইতিহাসে রাজনৈতিক কারণে রাজবংশী বীর চিলা রায়ের বীরত্বের কথা লিপিবদ্ধ করা হয় নি । অথচ তাঁর বীরত্ব নেপোলিয়ন ও শিবাজির সঙ্গে তুলনীয় । এহেন বীরের মূর্তি ভেঙে ফেলা হয়েছে । কারা ভাঙল ? কেন ভাঙল ?  কারণটা কী ?  সেটাই সবথেকে বড় কথা।  আমরা জানতে চাই কে ভাঙল  ? ‘  যারা ভেঙেছে  অবিলম্বে তাদের খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ধর্তিমোহনবাবু । এই ঘটনায় উত্তরবঙ্গের রাজবংশী সমাজ অপমানিত ও মর্মাহত বলে জানিয়েছেন  তিনি। 

                  কী বললেন ধর্তিমোহন রায় ? শুনুন ভিডিওতে


          ছবি/ভিডিও-নাগরিক


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *