এস‌এফ‌আইয়ের অনুষ্ঠানে এসে দুয়ারে সরকারকে কটাক্ষ ঐশী ঘোষের || ভাষণে মুগ্ধ হয়ে ঐশীর হাতে ফুলের তোড়া তৃণমূল নেতার - nagariknewz.com

এস‌এফ‌আইয়ের অনুষ্ঠানে এসে দুয়ারে সরকারকে কটাক্ষ ঐশী ঘোষের || ভাষণে মুগ্ধ হয়ে ঐশীর হাতে ফুলের তোড়া তৃণমূল নেতার


প্রদ্যুৎ দাস , জলপাইগুড়ি ,২৯ ডিসেম্বর :জলপাইগুড়িতে এস‌এফ‌আইয়ের অনুষ্ঠানে  এসে রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসুচীকে কটাক্ষ ঐশী ঘোষের । মঙ্গলবার জেএন‌ইউ ছাত্র সংসদের প্রেসিডেন্ট বলেন,’ তৃণমূল সরকার কোনও দিনই মানুষের দুয়ারে ছিল না তাই এখন ক্যাম্পেইন করে বলতে হচ্ছে আমরা দুয়ারে আছি । ‘ এস‌এফ‌আই নেত্রী আরও বলেন,’যে সরকার মানুষের প্রতিনিধি হয় তাকে আলাদা কে ক্যাম্পেইন করতে হয় না যে তারা দুয়ারে আছে । যেমন ছিল বামফ্রন্ট সরকার । ‘ ঐশী ঘোষ বলেন , ‘ পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার ৭৫ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে বাংলা থেকে যুবকযুবতীদের অন্য  রাজ্যে চাকরির সন্ধানে ছুটতে হত না । ‘ 

এসএফআইয়ের মঞ্চে ডাফলি বাজিয়ে স্লোগানে গলা মেলালেন  ঐশী ঘোষ

সংগঠনের সুবর্ণজয়ন্তী সারা দেশ জুড়ে পালন করছে বামপন্থী ছাত্র সংগঠন এস‌এফ‌আই । মঙ্গলবার জলপাইগুড়িতে এস‌এফ‌আইয়ের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঐশী ঘোষ ছাড়াও যোগ দিয়েছেন সংগঠনটির প্রাক্তন রাজ্য সভানেত্রী মধুজা সেনরায় । পশ্চিমবঙ্গে দশ বছর ধরে বামপন্থীরা ক্ষমতার বাইরে থাকার‌ পরেও এসএফআইয়ের পঞ্চাশ বছর উপলক্ষে রাজ্য জুড়ে  ছাত্রযুবরা  যেভাবে পথে নেমেছে তাতে তিনি অনুপ্রেরণা নিয়েই দিল্লি ফিরে যাচ্ছেন বলে জানান জেএন‌ইউ ছাত্র সংসদের প্রেসিডেন্ট । 

ঐশী ঘোষের হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন তৃণমূল নেতা ও জেলা পরিষদের সহকারী সভাধিপতি  দুলাল দেবনাথ


সংগঠনের সুবর্ণজয়ন্তী বর্ষ উপলক্ষে  এদিন শহরে মিছিল করে এস‌এফ‌আইয়ের জলপাইগুড়ি জেলা কমিটি । মিছিল শেষে সমাজপাড়া মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয় । সমাবেশে ঐশী ঘোষ কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্যের বর্তমান সরকারের সমালোচনায় মুখরিত হলেও জেএন‌ইউ ছাত্র সংসদের বাঙালি প্রেসিডেন্টের বক্তৃতা দূর থেকে কানে যেতেই শুনে  মুগ্ধ হয়ে যান তৃণমূলের নেতাও ।‌ তিনি জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি দলের কৃষক সংগঠনের জেলা সভাপতি দুলাল দেবনাথ । শেষে সিপিএমের ছাত্র সংগঠনের সমাবেশ স্থলে  এসে ঐশী ঘোষের হাতে ফুলের তোড়া তুলে দেন দুলালবাবু । দুলাল দেবনাথ জানান , জলপাইগুড়ির রাজনৈতিক সংস্কৃতি বরাবরই সৌহার্দ্যপূর্ণ । উনি ( ঐশী ঘোষ ) অত্যন্ত কম বয়সে খুব ভালো বক্তা । ওনার মঙ্গল ও রাজনৈতিক ভবিষ্যতের শ্রীবৃদ্ধি কামনা করেই জলপাইগুড়ি জেলা পরিষদের সহকারী সভাধিপতি হিসেবে ওনাকে  শুভেচ্ছা জানালাম । ‘ 

ভিডিওতে দেখুন –


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *