সাধারণ ধর্মঘটের সমর্থনে জলপাইগুড়ি শহরে টোটো মিছিল - nagariknewz.com

সাধারণ ধর্মঘটের সমর্থনে জলপাইগুড়ি শহরে টোটো মিছিল



প্রদ্যুৎ দাস , জলপাইগুড়ি ২১ নভেম্বর:  আগামী ২৬ নভেম্বর ভারত ব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে দেশের ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও বিভিন্ন কর্মচারী ফেডারেশন। যাকে কার্যত ভারত বনধের চেহারা দিতে চাচ্ছে বামপন্থী দলগুলো। কেন্দ্রীয় সরকারের নয়া শ্রম ও কৃষি নীতির প্রতিবাদে ৭ দফা দাবিতে এই সাধারণ ধর্মঘট বলে জানিয়েছেন বামপন্থীরা । ধর্মঘটের সমর্থনে শনিবার দুপুরে জলপাইগুড়ি শহরে টোটো র‍্যালি করল স্থানীয় ই রিকশা চালক ইউনিয়ন। শতাধিক টোটো চালক র‍্যালিতে অংশ নেন । জলপাইগুড়ি ই রিকশা চালক ইউনিয়নের সম্পাদক শুভাশিস সরকার বলেন , ২৬ তারিখের সাধারণ ধর্মঘটের সমর্থনে রাস্তায় নেমেছেন তারা । অতিমারি কালীন সময়ে কর্মহীন পরিবার গুলির হাতে মাসে সাড়ে সাত হাজার টাকা ভাতা , মাথা পিছু দশ কেজি করে খাদ্যশস্য এবং মনরেগার অধীনে বছরে ২০০ দিন কর্মসংস্থানের দাবি জানানো হয় মিছিল থেকে। জনস্বার্থে ২৬ নভেম্বর সাধারণ ধর্মঘট সফল করার আবেদন জানিয়েছে ইরিকশা ইউনিয়ন ।

জলপাইগুড়ি শহরে টোটো মিছিল 

                ছবি -নিজস্ব 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *