ভাল নেই সৌমিত্র চট্টোপাধ্যায়। ট্র্যাকিয়োস্টোমি ও প্লাজমা থেরাপির পর অবস্থার অবনতি - nagariknewz.com

ভাল নেই সৌমিত্র চট্টোপাধ্যায়। ট্র্যাকিয়োস্টোমি ও প্লাজমা থেরাপির পর অবস্থার অবনতি




কলকাতা,১৪ নভেম্বর :ট্র্যাকিয়োস্টোমি ও প্লাজমা থেরাপির পর অবস্থার অবনতি হয়েছে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। গত বুধবার সৌমিত্রবাবুর শ্বাসনালীতে অস্ত্রপচার করেন চিকিৎসকরা। এর বারো ঘন্টার মধ্যেই প্লাজমা থেরাপির সিদ্ধান্ত নেয় বর্ষীয়ান অভিনেতার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড । ট্র্যাকিয়োস্টোমি ও প্লাজমা থেরাপির পর তাৎক্ষণিক ভাবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল থাকলেও শুক্রবার রাত থেকে ফের অবস্থার অবনতি হতে শুরু করে।  তাঁর মস্তিষ্কের আচ্ছন্ন ভাব আরও গভীর হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।  হৃদস্পন্দন‌ও উর্দ্ধমুখী । দফায় দফায় ডায়ালিসিস করার পরেও সৌমিত্র চট্টোপাধ্যায়ের কিডনির কার্যকারিতার অবনমন আটকানো যাচ্ছে না। 

গত একমাসের‌ও বেশি সময় ধরে কলকাতার বেলভিউ ক্লিনিকে চিকিৎসাধীন বাংলা চলচ্চিত্রের এই অসামান্য অভিনেতা। কোভিডে আক্রান্ত হ‌ওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সংক্রমণ থেকে সেরে উঠলেও কোমায় চলে যান ৮৫ বছরের সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্র বাবুর মস্তিষ্কের স্নায়বিক সমস্যার কারণ হিসেবে কোভিড এনসেফ্যালোপ্যাথিকেই চিহ্নিত করেছেন চিকিৎসকেরা । 

ছবি-সংগৃহীত


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *