ছটপুজো নিয়ে প্রশাসনের বৈঠক জলপাইগুড়িতে । আদালতের নির্দেশ মেনে ছটপুজোতেও বন্ধ বাজি ও শোভাযাত্রা - nagariknewz.com

ছটপুজো নিয়ে প্রশাসনের বৈঠক জলপাইগুড়িতে । আদালতের নির্দেশ মেনে ছটপুজোতেও বন্ধ বাজি ও শোভাযাত্রা


 

প্রদ্যুৎ দাস, জলপাইগুড়ি,১৮ নভেম্বর : ঘরে ঘরে ছটব্রত উদযাপান ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ছট পুজো দেশের হিন্দিভাষী সম্প্রদায় বিশেষ করে‌ বিহার ও ঝাড়খন্ড রাজ্যের বাসিন্দাদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব । পশ্চিমবঙ্গে‌ও হিন্দিভাষী মানুষের সংখ্যা কম নয়। প্রতিবছর রাজ্য জুড়ে মহা ধূমধামে ছটপুজো অনুষ্ঠিত হয় । তবে এবার গোটা উৎসব মরশুমটাই করোনা কাঁটায় বিদ্ধ । দুর্গাপুজো , কালীপুজোর মতো ছটপুজোতেও  বহাল হাইকোর্টের নির্দেশ । ছটপুজোয়  শোভাযাত্রা ও বাজিপটকা ফাটানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে আদালতের। বৃহস্পতিবার বিকেল থেকেই সূর্য প্রণামের উদ্দেশ্যে ঘাটে ঘাটে র‌‌ওনা দেবেন পুণ্যার্থীরা । 

বুধবার দুপুরে ছটপুজো নিয়ে বৈঠক করল জলপাইগুড়ি কোতয়ালী থানা কর্তৃপক্ষ ।‌ বৈঠকে পুলিশের পাশাপাশি বিভিন্ন ছটপুজো কমিটি ও পুরসভার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পুলিশের তরফে ছিলেন ডিএসপি ( হেডকোয়ার্টার ) প্রদীপ সরকার , আইসি বিপুল সিনহা । পুরসভার হয়ে বৈঠকে যোগ দেন প্রশাসক বোর্ডের সদস্য সন্দীপ মাহাতো ।‌ এবারের ছটপুজোয় কোনও ধরণের আতস ও শব্দবাজি ফাটানো চলবে না বলে বৈঠকে জানিয়েছে পুলিশ।  আদালতের নির্দেশ মেনে পুণ্যার্থীদের সামাজিক দূরত্ববিধি মেনে ঘাটে যাতায়াত ও জমায়েত করতে আবেদন জানানো হয়েছে । ডিজে বাজিয়ে শোভাযাত্রাও এবার চলবে না। 

ছবি/ভিডিও – সংগৃহীত ও নিজস্ব 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *