প্রদ্যুৎ দাস, জলপাইগুড়ি , ১৭ নভেম্বর : মঙ্গলবার সকালে জলপাইগুড়ি শহরের করলা নদী থেকে এক মহিলার দেহ উদ্ধার করল পুলিশ। শহরের নেতাজি স্ট্যাচু সংলগ্ন করলা সেতুর ঠিক নিচেই সাত সকালে একটি মৃতদেহ উপুড় অবস্থায় ভাসতে দেখেন আশেপাশের লোকজন। নদীর জলে দেহ ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়ায় । খবর পেয়ে কোতয়ালী থানা থেকে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । মহিলার বয়স ৩৫ থেকে ৪০ এর মধ্যে হবে বলে অনুমান। ঘটনার নেপথ্যে খুন না আত্মহত্যা তা তদন্ত করে দেখছে পুলিশ । মৃতার পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকেরা ।