কলকাতা : রাজ্যে কোভিড সংক্রমণের হার ৩০ শতাংশ ছাড়িয়েছে। এই পরিস্থিতির মধ্যেই আগামী ২২ জানুয়ারি ভোট হচ্ছে বিধাননগর, আসানসোল, চন্দননগর এবং শিলিগুড়ি সহ চার পুরসভায়। উদ্বেগজনকভাবে সংক্রমণ বৃদ্ধির কথা মাথায় রেখে পুরভোট স্থগিতের দাবি জানিয়েছে রাজ্য বিজেপি। এমনকি তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মনে করেন, আগামী দু’মাসের জন্য সব ধরণের নির্বাচন স্থগিত রাখা উচিত। যদিও চার পুরসভার ভোট প্রক্রিয়া নির্ধারিত সময়ের মধ্যে সম্পূর্ণ করে ফেলার দিকেই এগোচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। তবে প্রচার নিয়ে খানিকটা কঠোর হল কমিশন। পুরভোটের প্রচার ভার্চুয়াল মাধ্যমেই সেরে নিতে রাজনৈতিক দলগুলিকে পরামর্শ দিল রাজ্য নির্বাচন কমিশন। শনিবার সন্ধ্যার দিকে বিজ্ঞপ্তি জারি করে কমিশন রাজনৈতিক দলগুলিকে সভা-সমাবেশ বন্ধ রেখে ডিজিটাল মাধ্যমে প্রচার করার আবেদন জানিয়েছে।
এর আগে ৩ জানুয়ারি কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে প্রচারে রোড শো, মিছিল , বাইক-সাইকেল-টোটো মিছিল বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। প্রচার সংক্রান্ত ব্যাপারে নির্বাচন কমিশনের যে কোনও ধরণের নির্দেশ দেওয়ার এক্তিয়ার থাকলেও নতুন জারি করা বিজ্ঞপ্তিতে সেই রাস্তায় হাঁটেন নি রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। নির্দেশের বদলে রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে পরামর্শ দিয়েই কাজ সেরেছেন তিনি। কমিশন কেন চার পুরসভার ভোটে যে কোনও ধরণের জমায়েত বন্ধের কঠোর নির্দেশ দিল না, এই প্রশ্ন তুলেছে নাগরিক সমাজ।
File Picture.