ইনফোয়ানা ফিচার: রাজা-জমিদারেরা না থাকলেও তাঁদের পুজো কিন্তু এখনও আছে বহু জায়গায়। আর রাজাদের পুজো মানেই রাজসিক সব ব্যাপার। কত রকমের নিয়ম-কানুন। সেই সাথে পুজো ঘিরে কতই না রহস্য আর লোকশ্রুতি। রাজাদের পুজো নিয়ে তাই আজও মানুষের আগ্রহের শেষ নেই। চলুন, জলপাইগুড়ির বৈকুণ্ঠপুর রাজ এস্টেটের দুর্গাপুজোর কাহিনীতে যাই, যা বাংলার প্রাচীন দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম। জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়ির ঐতিহ্যবাহী দুর্গাপুজো এবার কিন্তু ৫১৫ বছরে পড়ল। বৈকুণ্ঠপুর রাজ এস্টেটের দুর্গাপুজো নিয়ে জানতে দেখুন এই ভিডিয়োটি-
Video Credit- Infoyana YouTube channel and representational feature graphic is designed by NNDC.