ইনফোয়ানা ফিচার: নিরস্ত্র মানুষের জমায়েতের উপর সশস্ত্র সেনাবাহিনীর পরিকল্পিত হামলা এবং এমন নৃশংসতম গণহত্যার ঘটনা আধুনিক পৃথিবীর ইতিহাসে দ্বিতীয়টি ঘটে নি। নিজেদের সভ্যতা ও সংস্কৃতি নিয়ে অহঙ্কারের শেষ নেই ব্রিটিশদের। তাদের মিথ্যে অহমিকার উপর জালিয়ানওয়ালাবাগের যে রক্ত লেগে আছে, টেমস নদীর সব জল দিয়ে ধুলেও তা উঠবে না। আজকের দিনেই ( ১৩ এপ্রিল, ১৯১৯) হয়েছিল জালিয়ানওয়ালাবাগ জেনোসাইড। সেই ইতিহাস জানতে নিচের লিংকে ক্লিক করে ভিডিওটি দেখুন –
Video Credit- Infoyana YouTube channel. Feature graphic designed by SDM.