বাংলাদেশ: দুর্গাপূজা নিয়ে আওয়ামি সাংসদের কটূক্তি, প্রতিবাদে মিছিলে নেমে মার খেল সংখ্যালঘুরা - nagariknewz.com

বাংলাদেশ: দুর্গাপূজা নিয়ে আওয়ামি সাংসদের কটূক্তি, প্রতিবাদে মিছিলে নেমে মার খেল সংখ্যালঘুরা


কুমিল্লা: বাংলাদেশের কুমিল্লায় হিন্দু সম্প্রদায়ের নেতাদের রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ আওয়ামি লিগের বিরুদ্ধে। শুক্রবার দুর্গাপূজা নিয়ে শাসকদলের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহারের কটূক্তি ও সংসদ সদস্য মৃণালকান্তি দাসের বিরুদ্ধে মুন্সিগঞ্জের মেয়র ফয়সালের ধর্ম তুলে গালিগালাজ, কুড়িগ্রামের চারণ কবি রাধাপদ রায়কে নির্যাতন ও দেশের বিভিন্ন স্থানে দুর্গা প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে শুক্রবার সকালে কুমিল্লা শহরে মিছিল বের করেছিল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের স্থানীয় শাখা। মিছিলটি শহরের নজরুল অ্যাভিনিউতে কর ভবনের সামনে এসে পৌঁছালে পুলিশ সামনে এগোতে বাধা দেয়। সেই সময় ছাত্রলিগ ও যুবলিগের ছেলেরা মিছিলে অংশগ্রহণকারীদের উপরে হামলা চালায় বলে অভিযোগ।

কুমিল্লার নজরুল অ্যাভিনিউতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিলে হামলা করতে যাচ্ছে যুবলিগ ও ছাত্রলিগের ছেলেরা। ছবি- সংগৃহীত

পুলিশের সামনেই সংগঠনের নেতাদের ছাত্রলিগ-যুবলিগের ছেলেরা রাস্তায় ফেলে মারধর করেছে বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের তরফে অভিযোগ করা হয়েছে। হামলাকারীরা সংখ্যালঘু সম্প্রদায়ের নারীদের‌ও রেহাই দেয় নি বলে ঐক্য পরিষদের কুমিল্লা জেলার সম্পাদক তাপস বকশী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। হামলায় তিনজন নারী সহ কমপক্ষে দশজন আহত হয়েছেন। কুমিল্লা শহরের কান্দিরপাড় পুবালী চত্বর থেকে যুবলিগ ও ছাত্রলিগের প্রায় পাঁচশ সদস্য হাতে লাঠিসোঁটা, রড নিয়ে হিন্দু সম্প্রদায়ের মিছিল লক্ষ্য করে ধাওয়া দেয় বলে ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। শাসকদলের ছাত্র ও যুবকদের আক্রমণের মুখে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে অংশ নেওয়া নারী-পুরুষ প্রাণভয়ে দৌড়াতে থাকেন। সেই সময় পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়েছিল বলে ঐক্য পরিষদের নেতারা অভিযোগ করেছেন। পরিষদের কয়েকজনকে রাস্তায় ফেলে লাথি মারতেও দেখা গেছে লিগের ছেলেদের।

ভিডিও: কুমিল্লা শহরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মিছিলে হামলা করার দৃশ্য। সংগৃহীত ফুটেজ

সামনেই শারদীয়া দুর্গাপূজা। তার আগেই বাংলাদেশের কয়েক জায়গায় প্রতিমা ভাঙা শুরু হয়ে গেছে। ২০২১-এর পূজায় মহাষ্টমীর দিন এই কুমিল্লা শহরেই নানুয়ার দিঘির পাড়ের একটি পূজামন্ডপে কুরআন রাখার গুজব ছড়িয়ে শহর জুড়ে মন্ডপে মন্ডপে অবাধে ভাঙচুর চালিয়ছিল হাজার হাজার উন্মত্ত জনতা। কুমিল্লার রেশ অন্যত্র ছড়িয়ে পড়লে সে’বছর বাংলাদেশে শারদোৎসব বিষাদে পরিণত হয়। নোয়াখালিতে ইসকন সহ একাধিক মন্দিরে হামলার সময় দুই সন্ন্যাসী সহ পাঁচজন সংখ্যালঘু নিহত হয়েছিল।

আগামী দু’মাসের মধ্যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। পূজা মিটলেই নির্বাচন নিয়ে শাসক আওয়ামি লিগ ও বিরোধী বিএনপি-র মধ্যে পুরোদস্তুর টানাপোড়েন শুরু হয়ে যাবে বলে রাজনৈতিক মহলের আশঙ্কা। সামনে নির্বাচন থাকায় এ’বারের দুর্গাপূজা ঘিরে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্বেগ অন্যান্য বছরের তুলনায় বেশি। এই পরিস্থিতিতে কুমিল্লায় পূজা ঘিরে জেলা প্রশাসন আয়োজিত এক সভায় বক্তৃতা দেওয়ার সময় দুর্গাপূজা নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন কুমিল্লা-৬ আসনের আওয়ামি লিগ সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার। দুর্গাপূজার উদ্যোক্তারা মদ খেয়ে সামাজিক পরিবেশ নষ্ট করেন বলে কটূক্তি করেন শাসকদলের ওই সংসদ সদস্য।

কুমিল্লা-৬ আসনের আওয়ামি লিগ সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার। দুর্গাপূজা নিয়ে যার বিদ্বেষপূর্ণ মন্তব্যে বাংলাদেশের হিন্দুরা ক্ষুব্ধ। ছবি- ফেসবুক থেকে সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের সভায় এসে তাদের ধর্মাচরণ নিয়েই আওয়াম লিগ সাংসদের এহেন কুকথায় স্তম্ভিত হয়ে যান বাংলাদেশের সংখ্যাগুরু সম্প্রদায়ের বহু মানুষ‌ও। প্রতিবাদ ওঠে সংখ্যালঘুদের বিভিন্ন সংগঠনের তরফে। বাহাউদ্দিনের সাম্প্রদায়িক মন্তব্যের প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিছিল বের করবে জানতে পেরেই স্থানীয় যুবলিগ ও ছাত্রলিগ নেতৃত্ব বলেকয়েই মিছিল পন্ড করেছে। দলের ছাত্র-যুবদের সংখ্যালঘুদের মিছিলের উপর লেলিয়ে দেওয়ার পেছনে বাহাউদ্দিনের মদত ছিল বলে জানা যাচ্ছে। বৃহস্পতিবার রাতেই এমন ইঙ্গিত দিয়ে রেখেছিলেন তিনি।

Feature Image- Collected.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *