জলপাইগুড়িতে আদি তৃণমূলের অন্যতম নেত্রীর বিজেপিতে যোগ,১১ নম্বর ওয়ার্ড থেকেই পদ্মের প্রার্থী যূথিকা রায় বাসুনিয়া - nagariknewz.com

জলপাইগুড়িতে আদি তৃণমূলের অন্যতম নেত্রীর বিজেপিতে যোগ,১১ নম্বর ওয়ার্ড থেকেই পদ্মের প্রার্থী যূথিকা রায় বাসুনিয়া


জলপাইগুড়ি :পুরভোটের মুখে জলপাইগুড়িতে তৃণমূলে ঝটকা। দলের টিকিট না পেয়ে মঙ্গলবার বিজেপির পতাকা হাতে তুলে নিলেন জেলা তৃণমূলের নেত্রী যূথিকা রায় বাসুনিয়া। জলপাইগুড়ির তৃণমূল শিবিরের অন্যতম পুরোনো মুখ যূথিকা। রাজনৈতিক জীবনের শুরু থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি। কিছুদিন জলপাইগুড়ি পুরসভার উপ পুরপ্রধানের‌ও দায়িত্ব পালন করেছেন যূথিকা রায় বাসুনিয়া।

তৃণমূলে তাঁর প্রয়োজন ফুরিয়েছে- বললেন যূথিকা।

বরাবরই পুরসভার ১১ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন যূথিকা রায় বাসুনিয়া। এবার‌ও এই ওয়ার্ড থেকে তৃণমূলের মনোনয়ন পাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর দেখা যায় তাতে যূথিকার নাম নেই। তৃণমূল প্রার্থী না করায় ক্ষোভে দল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। মঙ্গলবার দুপুরে জেলা বিজেপির দফতরে গিয়ে পদ্ম পতাকা হাতে তুলে নিলেন যূথিকা রায় বাসুনিয়া। তাঁর হাতে দলের পতাকা তুলে দেন জেলা বিজেপির সভাপতি বাপী গোস্বামী ও মুখপাত্র ধীরাজমোহন ঘোষ। এরপরেই ১১ নম্বর ওয়ার্ড থেকে যুথিকাকে প্রার্থী ঘোষণা করে বিজেপি। এদিন অন্যান্য বিজেপি প্রার্থীদের সঙ্গেই মিছিল করে এসডিও অফিসে গিয়ে মনোনয়ন জমা দেন যূথিকা রায় বাসুনিয়া।

তৃণমূল ত্যাগী নেত্রীর হাতে পতাকা তুলে দিয়ে জেলা বিজেপির মুখপাত্র বলেন,“১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পুরসভার উপ পুরপ্রধান থাকা কালীন খুব ভাল কাজ করেছিলেন যূথিকা। অতীতের কাজ বিচার করেই যূথিকাকে ১১ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করার সিদ্ধান্ত নিয়েছে দল। “ আদি তৃণমূলীদের অন্যতম যূথিকা রায় বাসুনিয়া কোন‌ও দিন অন্য দলে যোগ দিতে পারেন, এটা রাজনৈতিক মহলের কাছে অপ্রত্যাশিত ছিল। পদ্ম শিবিরে যোগ দেওয়ার পর যূথিকা রায় বাসুনিয়া বলেন, “তৃণমূলে আমার প্রয়োজন ফুরিয়েছে। তাই বিজেপিতে যোগ দিলাম। এখন থেকে বিজেপির নীতি-আদর্শ নিয়েই চলব। “ দলের শীর্ষ নেতৃত্বের কাছ থেকে উপর্যুপরি প্রত্যাখ্যাত হতে হতেই যূথিকা রায় বাসুনিয়ার তৃণমূল ত্যাগের সিদ্ধান্ত বলে মনে করছে রাজনৈতিক মহল।‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

খবরটি ভিডিওতেও দেখুন-

Photo & Video – Reporter.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *