নোয়াপাড়ায় মঞ্চ থেকে নাম না করেই ফের অভিষেককে 'তোলাবাজ' ভাইপো খোঁচা শুভেন্দু অধিকারীর , রসিদের পর খাতা দেখানোর হুঁশিয়ারি শুভেন্দুর - nagariknewz.com

নোয়াপাড়ায় মঞ্চ থেকে নাম না করেই ফের অভিষেককে ‘তোলাবাজ’ ভাইপো খোঁচা শুভেন্দু অধিকারীর , রসিদের পর খাতা দেখানোর হুঁশিয়ারি শুভেন্দুর


নাগরিক নিউস পলিটিক্যাল ডেস্ক : নোয়াপাড়ায় বিজেপির সমাবেশে দাঁড়িয়ে আরও একবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধুইয়ে ছাড়লেন শুভেন্দু অধিকারী । বুধবার পলতা  থেকে নোয়াপাড়া পর্যন্ত  পরিবর্তন যাত্রা শেষে সন্ধ্যায় সমাবেশ অনুষ্ঠিত হয় । রোড শো ও সমাবেশে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের পাশাপাশি উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারীও । বিধানসভা ভোটের আগে অভিষেক ও শুভেন্দুর তরজা ঘিরে বাংলা জুড়েই রাজনীতির পারদ চড়ছে । দিন কয়েক আগেই‌ অধিকারী পরিবারের গড় বলে পরিচিত কাঁথিতে দাঁড়িয়ে জনসভায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বলতে গিয়ে মুখের লাগাম ধরে রাখতে পারেন নি অভিষেক বন্দ্যোপাধ্যায় । শুভেন্দুকে বাবা তুলে তুই-তোকারি করে নিজের দলকেই অস্বস্তিতে ফেলে দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড । 

বুধবার নাম না করেই অভিষেককে পাল্টা ফিরিয়ে দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী । এদিন শুভেন্দু অধিকারী বলেন,‘ ওর মধ্যে অনিল বসুকে আমি দেখতে পাচ্ছি , ২০১১ সালের আগের অনিল বোস আরামবাগের । ‘ বিজেপির বহিরাগত নেতাদের হাতে বাংলার সংস্কৃতি নষ্ট হচ্ছে – বিভিন্ন সভা থেকে এমন অভিযোগ করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । জবাবে অভিষেকের কাঁথির ভাষণ তুলে খোঁচা দেন  শুভেন্দু ‌। শুভেন্দু অধিকারী কটাক্ষের সুরে বলেন, ‘ কাঁথিতে আমার ‌বাড়ি থেকে দশ কিলোমিটার দূরে সভা করতে গেছে । কী সুন্দর ভাষা দেখুন !  বাংলার সংস্কৃতি দেখুন । বলছে, তোর‌ বাপকে ডেকে নিয়ে আয় । দাঁড়িয়ে আছি । আড়াই হাজার পুলিশ সঙ্গে নিয়ে গেছে । বলছে আসো দেখে নেবো ।’ এই ধরণের হুমকি-ধামকির রাজনীতি তারা করেন না বলে দাবি করে শুভেন্দুবাবু বলেন, ‘ লক্ষ্মণ শেঠ‌ও এই এক‌ই কথা বলেছিল। বলেছিল নন্দীগ্রামে ঢুকলে পা কেটে নেবে । পা আমার আজও অক্ষত আছে । লক্ষ্মণ শেঠ নেই । ‘ 

নোয়াপাড়ায় বিজেপির সভায় ভাষষণ দিচ্ছেন শুভেন্দু অধিকারী

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নেতা হিসেবে মানতে অস্বস্তি থাকাতেই যে তাঁর তৃণমূল ত্যাগ নোয়াপাড়ার জনসভায় শুভেন্দু অধিকারীর ভাষণেই তা স্পষ্ট । মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভাইপোকে নেতা হিসেবে দলের মধ্যে চাপিয়ে দিয়েছেন বলে অভিযোগ করেন শুভেন্দু অধিকারী । শুভেন্দু বলেন, ‘ আপনি ( মমতা বন্দ্যোপাধ্যায় ) বলেছিলেন ভাইপোকে নেতা মানতে হবে । আপনি পার্টিটাকে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরিণত করেছেন । আমরা আপনার তোলাবাজ ভাইপোকে নেতা মানব কেন ? তিনি কে ? কবে ছাত্র রাজনীতি করেছেন ? কবে যুব রাজনীতি করেছেন ? কবে রাস্তায় সিপিএমের বিরুদ্ধে মিটিং মিছিল করেছেন ? ‘ শুভেন্দুবাবুর ভাষায় , ‘ ২০১১ সালের ২১শে জুলাই দিল্লি থেকে ল্যান্ড করিয়ে সোনার চামচ ধরিয়ে দিয়েছেন । ‘ তোলাবাজ ভাইপো শব্দটা যে তিনি চালিয়েই যাবেন এই ইঙ্গিত দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘ আমি তো নাম বলি নি । তোলাবাজ ভাইপো বলেছি । তোলাবাজ ভাইপো বলেছি দেখে রেগে যাচ্ছেন । কেঁপে যাচ্ছেন মঞ্চে । এত কাঁপার কী আছে ? এত রাগের কী আছে ?  বলছে আমার বৌকে নিয়ে টানাটানি করছে । আমরা নারীকে , মাকে সম্মান করি । আমি তো শুধু বলেছিলাম ম্যাডাম নারোলার অ্যাকাউন্টে টাকা গেছে । আমি তো বলি নি আপনার স্ত্রীর কথা । ‘ 

নোয়াপাড়ার সভা থেকে ফের অভিষেককে ‘ভাইপো’খোঁচা শুভেন্দুর


অভিষেকের স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ তিনি আগে করেছেন তার সারবত্তা আছে বলে দাবি করে এদিন শুভেন্দু অধিকারী বলেন, ‘ থাইল্যান্ডে টাকাকে ভাট বলা হয় । আমি রসিদ দেখিয়ে বলেছিলাম থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককের কার্সিকন ব্রাঞ্চে অনুপ মাঝি- লালার কয়লার টাকা প্রত্যেকদিন দেড় লক্ষ – দুই লক্ষ করে   করে ভাট জমা পড়েছে । ‘ রসিদেই  থেমে না থেকে তিনি এরপর খাতা দেখাবেন বলেও হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। নোয়াপাড়ায় সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের‌ও তীব্র সমালোচনা করেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী । একের পর এক জনসভায় দাঁড়িয়ে তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যাওয়া নেতাদের বিশ্বাসঘাতক মীরজাফরের সঙ্গে তুলনা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । এই প্রসঙ্গ তুলে এদিন মমতাকে পাল্টা খোঁচা দিতে ছাড়েন নি শুভেন্দু । অতীতে মমতা কীভাবে কংগ্রেস ও বিজেপির সঙ্গত্যাগ করেছেন সভায় তা তুলে ধরেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় সরকারের প্রকল্প গুলিই নাম পাল্টে দিয়ে রাজ্যের নামে চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি । বিজেপি ক্ষমতায় এলে এজন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া হবে ‌বলেও কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী । 

নোয়াপাড়ায় অর্জুন সিংয়ের সঙ্গে এক‌ই মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগের প্রতিক্রিয়ায় তৃণমূল নেতৃত্ব কী বলে এখন এটাই দেখার 

ভিডিও-



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *