নাগরিক পলিটিক্যাল ডেস্ক : লক্ষ্য প্রায় তিরিশ শতাংশের কাছাকাছি সংখ্যালঘু ভোট । বিহারে আশাতীত সাফল্যের পর আসাদউদ্দিন ওয়াইসির নজর এবার বাংলায় । রবিবার রাজ্যে পা দিয়েই ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির সঙ্গে বৈঠক করলেন ওয়াইসি । আব্বাস সিদ্দিকির নেতৃত্বেই তাঁর দল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে লড়বে বলে এদিন জানিয়েও দিলেন তিনি । ওয়াইসির দলেকে সবাই ‘মিম‘ বলেই চেনে । যদিও বছর খানেক আগেও মিমের নাম জানত না পশ্চিমবঙ্গের অধিকাংশ মানুষ । মিমের পুরো নাম ‘ অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমিন ‘ । এই নাম নিঃসন্দেহে বাঙালির পক্ষে মনে রাখাও শক্ত । এত দিন পর্যন্ত মিমের রাজনৈতিক কার্যকলাপ পূর্বতন অবিভক্ত অন্ধ্রপ্রদেশ ও বর্তমান তেলেঙ্গানা রাজ্যের রাজধানী হায়দ্রাবাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল । স্থানীয় উর্দুভাষী মুসলমানরা মিমের ভোটব্যাঙ্ক । খুল্লামখুল্লা সাম্প্রদায়িক রাজনীতিতে কোনও কালেই অরুচি ছিল না ওয়াইসি খানদানের । মুখে সংখ্যালঘুদের অধিকার নিয়ে রাজনীতি করলেও মিম দলটি পারিবারিক সম্পত্তির বাইরে কিছু নয় বলে সমালোচকদের অভিযোগ ।
ফুরফুরা শরিফে আব্বাস সিদ্দিকির সঙ্গে ওয়াইসির বৈঠক |
আব্বাস সিদ্দিকির হাত ধরে বাংলায় পা রাখতে চাইছেন ওয়াইসি |
পৃথক দল গড়ে আব্বাস সিদ্দিকির ভোটে লড়ার এই পায়তারা যে তৃণমূল ভাল নজরে দেখছে না তা বলার অপেক্ষা রাখে না । আব্বাস শেষ পর্যন্ত সংখ্যালঘু ভোটে কতটা ভাগ বসাতে পারবেন এ নিয়ে যথেষ্ট সংশয়ের অবকাশ আছে । এখন ফুরফুরা শরিফের পীরজাদা আব্বাস সিদ্দিকির স্কন্ধে ভর করেই বাংলায় নিজের রাজনৈতিক অস্তিত্ব জাহির করতে চান মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি । রবিবার হুগলির ফুরফুরা শরিফে আব্বাস ও তাঁর দলবলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সামনে সে কথা ঘোষণাও করে দিয়েছেন ওয়াইসি । খুব স্বাভাবিক ভাবেই ওয়াইসির কথা খুব ভালভাবে নেয় নি তৃণমূল কংগ্রেস । ইতিমধ্যে মিমকে প্রকাশ্যেই বিজেপির বি টিম বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এদিনও মুখে অন্ততঃ ওয়াইসির কথাকে ধর্তব্যের মধ্যে আনেন নি তৃণমূল নেতৃত্ব । পশ্চিমবঙ্গের বাংলাভাষী মুসলমান ওয়াইসির কথায় টলবে না বলেই ইঙ্গিত দিয়েছেন সাংসদ সৌগত রায় ।
ভাইপো আব্বাস মুখ ফিরিয়ে নিলেও কাকা ত্বহা সিদ্দিকির সমর্থন এখনও তৃণমূলের দিকেই |
বাম ও কংগ্রেস তাঁর মন পাওয়ার চেষ্টা চালালেও ফুরফুরা শরিফের পীরজাদা ত্বহা সিদ্দিকি এখনও তৃণমূলের সঙ্গেই আছেন । ভাইপো আব্বাসের সঙ্গে ত্বহার মুখ দেখাদেখি বন্ধ বহুদিন । হায়দরাবাদের ওয়াইসির থেকে ঘরের আব্বাস সিদ্দিকিকে নিয়েই অনেক বেশি চিন্তিত তৃণমূল নেতৃত্ব । কেননা , আব্বাস বাংলাভাষী মুসলমানদের মধ্যে জমি তৈরি করতে চাচ্ছেন । আব্বাস ভোটে দাঁড়িয়ে লক্ষ্য পূরণে কামিয়াব হলে এর রাজনৈতিক পরিণাম কী হতে পারে তা ভাল মতোই ওয়াকিবহাল আছেন মমতা বন্দ্যোপাধ্যায় । তবে মাঠের রাজনীতি আর ভোটের রাজনীতিতে ব্যবধান বড় কম নয় । ভোটের রাজনীতিতে কুশলী না হলে শুধু ভরামাঠে গরম গরম বক্তৃতা দিয়ে ইভিএমে ফসল ফলানো যায় না । আসন্ন ভোট মরশুমে আব্বাস সিদ্দিকির গর্জন থেকে শেষ পর্যন্ত কতটা বর্ষণ হয় এটা দেখতেই মুখিয়ে আছে পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহল ।
ছবি – ওয়াইসির ট্যুইটার ও ফেসবুক থেকে সংগৃহীত