প্রদ্যুৎ দাস , জলপাইগুড়ি, ১১ ডিসেম্বর : ভোটের প্রচারে রাজ্য সরকারের উন্নয়নই যে তৃণমূলের হাতিয়ার , তা সভার পর সভা থেকে বুঝিয়ে দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্য সরকারের উন্নয়ন মূলক প্রকল্প গুলি মানুষের কাছে তুলে ধরতে এবার ব্লকে ব্লকে ‘বঙ্গধ্বনি’ যাত্রায় নামল তৃণমূল। শুক্রবার বিকেলে জলপাইগুড়ি শহরে বঙ্গধ্বনি যাত্রায় অংশ নিলেন কয়েকশত তৃণমূল কর্মী-সমর্থক । জলপাইগুড়ি টাউন ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত মিছিলটি মিলন সংঘ ময়দান থেকে শুরু হয় । শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে মিছিলটি শেষ হয় মাদ্রাসা ময়দানে। মিছিলের নেতৃত্ব দেন টাউন ব্লক তৃণমূলের সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় । মিছিলে ছিলেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৈকত চট্টোপাধ্যায় এবং সদর ব্লক তৃণমূলের কো-অর্ডিনেটর ডঃ পিকে বর্মা সহ অন্যান্যরা । তপনবাবু বলেন , বঙ্গধ্বনি যাত্রার মাধ্যমে মানুষের কাছে সরকারের উন্নয়নের বার্তাকে পৌঁছে দেওয়ার কর্মসূচির সূচনা হল । এই কর্মসূচি ২১ ডিসেম্বর পর্যন্ত চলবে ।
তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রা |
ছবি/ভিডিও -নাগরিক