পক্ষপাতিত্বের অভিযোগে রাজ্য পুলিশের ডিজির পদ থেকে বীরেন্দ্রকে সরাল নির্বাচন কমিশন - nagariknewz.com

পক্ষপাতিত্বের অভিযোগে রাজ্য পুলিশের ডিজির পদ থেকে বীরেন্দ্রকে সরাল নির্বাচন কমিশন


৯ মার্চ,২০২১ : বিরোধীদের অভিযোগকে মান্যতা দিয়ে ভোটের মুখে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের ডিজির পদ থেকে বীরেন্দ্রকে সরিয়ে দিল নির্বাচন কমিশন । বীরেন্দ্রর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিলেন বিরোধীরা । বীরেন্দ্রর জায়গায় নীরজনয়ন পান্ডেকে বসাতে মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছে কমিশন । নির্বাচনের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত এমন কোনও পদে বীরেন্দ্রকে না বসাতেও নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন । বুধবার‌ই নীরজনারায়ণ পান্ডে ডিজির দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা গেছে । ২০১৮’র পয়লা জুন সুরজিৎ পুরকায়স্থর স্থলাভিষিক্ত হয়েছিলেন বীরেন্দ্র ।

নির্বাচন কমিশনের নির্দেশ

উল্লেখ্য, নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই রাজ্য পুলিশের এডিজি ( আইনশৃঙ্খলা ) পদ থেকে জাভেদ শামিমকে অপসারণের নির্দেশ দিয়েছিল কমিশন । শামিমের জায়গায় দমকলের দায়িত্বে থাকা জগমোহনকে বসানো হয় । ডিজির অপসারণের মাধ্যমে কমিশন বুঝিয়ে দিল নির্বাচনী প্রক্রিয়া অবাধ,স্বচ্ছ ও রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে কমিশন যে কোনও ধরণের শক্ত পদক্ষেপ নিতেই পিছপা হবে না । 


ছবি- সংগৃহীত ও এএনআই


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *