বিবৃতির পর বুদ্ধদেবের অডিও বার্তা ছাড়ল সিপিএম , দশ বছরে রাজ্যের কৃষি-শিল্প-কর্মসংস্থান গোল্লায় গেছে বলে অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর - nagariknewz.com

বিবৃতির পর বুদ্ধদেবের অডিও বার্তা ছাড়ল সিপিএম , দশ বছরে রাজ্যের কৃষি-শিল্প-কর্মসংস্থান গোল্লায় গেছে বলে অভিযোগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর


পলিটিক্যাল ডেস্ক,৩০ মার্চ,২০২১ : বিবৃতির পর এল বুদ্ধদেব ভট্টাচার্যের অডিও । নন্দীগ্রামে মহারণের আগে এক অভিও বার্তায় বাম-কংগ্রেস-আইএসএফ জোটকে ভোট দিয়ে বিজয়ী করতে রাজ্যের মানুষের কাছে আবেদন জানালেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য । মঙ্গলবার দুপুরে বুদ্ধবাবুর অডিও বার্তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয় সিপিএম । সোমবার লিখিত বিবৃতিতে এক‌ই আবেদন জানিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী । 

পয়লা এপ্রিল নন্দীগ্রামে ভোট । নন্দীগ্রামের হাই ভোল্টেজ ভোটের দিকে এখন গোটা ভারতের নজর । নন্দীগ্রাম- সিঙ্গুরের জমি আন্দোলনই মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতায় এনেছে ।‌ নন্দীগ্রাম জমি আন্দোলনের অন্যতম সেনাপতি শুভেন্দু অধিকারী আজ বিজেপিতে । প্রাক্তন সতীর্থকে হারানোর পণ নিয়ে নন্দীগ্রামে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । শুভেন্দু-মমতার দ্বৈরথে গরম নন্দীগ্রামের বাতাস । সেই গরম ছড়িয়ে পড়েছে গোটা বাংলায় । শিশির-শুভেন্দু পিতা-পুত্র উভয়েই আজ মমতার এক নম্বর রাজনৈতিক শত্রু । এদিকে নির্বাচনী প্রচারে পিতাপুত্রকে ঘায়েল করতে গিয়ে নন্দীগ্রাম আন্দোলন নিয়ে বেফাঁস কথা বলে বামেদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো । বাপ-ব্যাটার সবুজ সঙ্কেত পেয়েই নাকি ২০০৭ এর ৪ মার্চ নন্দীগ্রামে পুলিশ ঢুকেছিল বলে অভিযোগ করেন মমতা । এমনকি চটিপরা পুলিশ‌ও দু’জনের‌ই কারসাজি বলে দাবি করে বসেন তিনি । এরপরেই আসরে নামতে দেরি করে নি সিপিএম । বামফ্রন্ট সরকারকে সরাতে নন্দীগ্রামের জমি আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া আর কিছুই ছিল না বলে দাবি করছেন বাম নেতারা । 

আজও বুদ্ধদেব ভট্টাচার্যই বাম ভরসা ।

নন্দীগ্রাম নিয়ে মমতার মুখের কথায় তৃণমূল যখন ব্যাকফুটে ঠিক সেই সময়‌ই নেপথ্যে থেকে হলেও বুদ্ধদেব ভট্টাচার্যের ইমেজকে কাজে লাগাতে চাইছে সিপিএম । বিবৃতি দিয়ে বুদ্ধবাবু জানিয়েছেন, সিঙ্গুর-নন্দীগ্রামের জমি আন্দোলন ছিল কুটিল চিত্রনাট্য । পরিণামে শিল্পের দুই বধ্যভূমিতেই আজ শ্মশানের নীরবতা । সেই কুটিল চিত্রনাট্যের কারিগরেরা আজ‌ দু’ভাগ হয়ে নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত বলেও কটাক্ষ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী । 

নন্দীগ্রামে সংযুক্ত মোর্চার প্রার্থী সিপিএমের নতুন প্রজন্মের নেতা মীনাক্ষী মুখোপাধ্যায় । দুই জায়েন্টের তুমুল লড়াইয়ে মীনাক্ষী কতটা দাগ কাটতে পারবেন তা নিয়ে যথেষ্টই সংশয় আছে রাজনৈতিক মহলের । তবে শিল্প ও কর্মসংস্থানের দাবি এবারের ভোটে বড় ইস্যু হয়ে ওঠায় বুদ্ধদেব ভট্টাচার্যের শিল্পবান্ধব ভাবমূর্তিকে প্রচারের কাজে লাগাতে দেরি করে নি বামেরা । মঙ্গলবার প্রচারিত অডিও বার্তায় তৃণমূলের বিরুদ্ধে নৈরাজ্য এবং বিজেপির বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তুলেছেন বুদ্ধবাবু । তৃণমূলের দশ বছরের জামানায় কৃষি এবং শিল্প দুটোই গোল্লায় গেছে বলে ইঙ্গিত করছেন তিনি । পশ্চিমবঙ্গ রীতিমতো অর্থনৈতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বুদ্ধদেব ভট্টাচার্য । 

                 বুদ্ধদেব ভট্টাচার্যের অডিও বার্তা ।

২০৬র বিধানসভা নির্বাচনের পর থেকে রাজনীতিকে পুরোপুরি বিদায় জানিয়ে পাম অ্যাভিনিউর ছোট্ট ফ্ল্যাটে নিভৃতে সময় কাটছে অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রীর । সময় সময় স্বাস্থ্যের অবস্থা সঙ্কটজনক হয়ে ওঠে তাঁর । কিন্তু বাম শিবিরে ভোট টানতে বুদ্ধদেব ভট্টাচার্যের বিকল্প নেই এখনও । তাই একুশে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমে সাতাত্তর বছরের অসুস্থ বৃদ্ধের কম্পিত কন্ঠের ওপরেই শেষ ভরসা করতে হচ্ছে বামেদের । এমনটাই পর্যবেক্ষণ রাজনৈতিক মহলের । 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *