প্রদ্যুত দাস,জলপাইগুড়ি,১৩ ডিসেম্ববর : দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি থেকে সরে আসতে উত্তরকন্যা অভিযানে নিহত বিজেপি কর্মী উলেন রায়ের পরিবারের ওপর চাপ সৃষ্টি করছে পুলিশ । রবিবার এমনই অভিযোগ আনলেন ভারতীয় জনতা মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পল । এদিন জলপাইগুড়ির গজলডোবায় প্রয়াত উলেন রায়ের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন অগ্নিমিত্রা দেবী । সাংবাদিকদের সামনে একই অভিযোগ করেন উলেন রায়ের দিদি শান্তিবালা রায় । দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবিতে তাঁরা হাইকোর্টে যাবেন বলেও জানিয়েছেন শান্তিবালা দেবী ।
উলেন রায়ের বিধবা স্ত্রীকে সান্ত্বনা দিচ্ছেন অগ্নিমিত্রা পল |
মৃত বিজেপি কর্মীর বাড়িতে মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী |
উলেন রায়ের বাড়ির সামনে সংবাদ মাধ্যমের মুখোমুখি অগ্নিমিত্রা পাল |
এদিকে প্রশাসন থেকে চাপ আসলেও দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবিতে অনড় উলেন রায়ের পরিবারের সদস্যরা। নিম্ন আদালত থেকে ময়নাতদন্ত নিয়ে মনমতো নির্দেশ না পেলে হাইকোর্টে যাওয়ার কথাও ভাবছেন মৃতের পরিজনেরা । উলেন রায়ের দিদি শান্তিবালা রায় অভিযোগ করেন, ” ডেলি ধমকি দেবার আসিছে পুলিশ প্রশাসন । কালকেও দুইটা গাড়ি নিয়ে আসছে । তাইলে এইটা কি হামার বিচার হচে ? ” চাকরি , পরিবারের দায়িত্ব কিম্বা উলেন রায়ের নাবালক ছেলেমেয়েদের পড়ালেখার খরচ – প্রশাসনের দেওয়া কোনও কিছুর বিনিময়েই তারা দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি থেকে সরে আসবেন না বলে এদিন সাফ জানিয়ে দিয়েছেন শান্তিবালা দেবী ।
পুলিশ ভয় দেখাচ্ছে বলে অভিযোগ উলেন রায়ের দিদির |
উত্তরকন্যা অভিযানে নিহত উলেন রায়ের মৃত্যুর ঘটনায় রাজবংশী সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত লেগেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন প্রকৃত ঘটনা সামনে এনে সরকার এই জটিলতার অবসান ঘটায় কিনা এটাই দেখার ।
ছবি/ভিডিও -নিজস্ব