প্রদ্যুৎ দাস , জলপাইগুড়ি, ২২ ডিসেম্বর : একদিকে দুয়ারে সরকার অন্যদিকে বঙ্গধ্বনি যাত্রা – রাজ্যের জনগণের কাছে সাফল্যের বার্তা পৌঁছে দিতে এই দুটিই এখন হাতিয়ার তৃণমূল কংগ্রেসের । মঙ্গলবার জলপাইগুড়িতে বঙ্গধ্বনি যাত্রা করল জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার সকালে জলপাইগুড়ি পুরসভা এলাকার বিভিন্ন পথ পরিক্রমা বঙ্গধ্বনি যাত্রা । মিছিলের নেতৃত্বে ছিলেন পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন পাপিয়া পাল , জলপাইগুড়ি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সোমনাথ পাল সহ অন্যান্যরা ।
জলপাইগুড়ি শহরে তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রা |
তৃণমূলেরর দশ বছরের শাসনামলে জনকল্যাণে কী কী প্রকল্প গৃহীত হয়েছে , রাজ্যের উন্নয়নে কী কী কাজ করেছে সরকার, তা তুলে ধরতেই এই বঙ্গধ্বনি যাত্রা বলে জানিয়েছেন পাপিয়া পাল । এরপর তারা মানুষের ঘরে ঘরে প্রচারাভিযানে যাবেন বলে জানিয়েছেন তিনি । এখনও যারা সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত, তাদের পুরসভার প্রয়াস হলে দুয়ারে সরকারের শিবিরে এসে যোগাযোগ করে সরকারি পরিষেবা গুলোর সুযোগ গ্রহণের আবেদন জানিয়েছেন পাপিয়া দেবী । বঙ্গধ্বনি যাত্রা শেষ করার আগে স্থানীয় যোগমায়া কালী মন্দিরে পুজো দিয়ে আগামী নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় প্রার্থনা করেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন পাপিয়া পাল ।
ভিডিও দেখুন –