ইনফোয়ানা ফিচার: বাইশে শ্রাবণ। সংসারের খেলা সাঙ্গ করে বাঙালির প্রাণের কবির চলে যাওয়ার দিন। কবিকে প্রণাম জানাই। শোকের মালা গলায় পরে সাধন করেছেন রবীন্দ্রনাথ। তাঁর সাধনালব্ধ ফল আমাদের হাতে তুলে দিয়ে তিনি চিরদিনের জন্য চলে গেছেন। আমরা যাকে মৃত্যু বলি তাঁর ভাষায় সেটা বিশ্বসত্তার দিকে যাত্রা। কেমন ছিল রবীন্দ্রনাথের মৃত্যু ভাবনা? কীভাবে সামলেছেন একের পর এক প্রিয়জনের সঙ্গে চির বিচ্ছেদের বেদনা? বাইশে শ্রাবণে দেখুন ইনফোয়ানার নিবেদন এই ভিডিওটি-
Video Credit- Infoyana YouTube channel. Image Credit- SDM.