নাগরিক পলিটিক্যাল ডেস্ক : বন সহায়ক পদে দুর্নীতির অভিযোগে নিজের সরকারের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে দলের মঞ্চ থেকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ কানে আসা মাত্রই পাল্টা বিস্ফোরণ ঘটালেন রাজ্যের প্রাক্তন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় । বুধবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে তৃণমূলের কর্মীসভায় দাঁড়িয়ে রাজীবের নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,’ আমি জানি যে ছেলেটা আমাদের থেকে চলে গেছে , যে ছেলেটা আমাদের সঙ্গেই ছিল কিন্তু এখন চলে গেছে , বন সহায়ক পদ নিয়ে ও কিছু কারসাজি করেছে । অনেক লোক এই কমপ্লেন আমার কাছে করেছে । আমরা এটার তদন্ত করছি । ‘ এখানেই না থেমে রাজীব বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ হেনে তৃণমূল সুপ্রিমো বলেন , ‘ ও লেড়কা যো বহুত বড় বড় বাত করতা হ্যায় বাহার মে যাকে , আব বন সহায়ক অ্যাপয়েন্টমেন্ট লেকে কেয়া কিয়া পহেলে পুছিয়ে । চুরি করকে বিজেপিকা পকেট মে চলা গিয়া । ‘
একই দিনে হুগলির গুড়াপে বিজেপির সভায় ভাষণ দিচ্ছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায় । বন সহায়ক পদে নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রী তাঁকে দুর্নীতির অভিযোগে বিদ্ধ করেছেন , এটা জানতে পেরেই প্রাক্তন দলনেত্রীর বিরুদ্ধে রীতিমতো হুঙ্কার দেন রাজীব । রাজ্যের মুখ্যমন্ত্রীকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে পদত্যাগী বনমন্ত্রী বলেন, ‘ উনি ( মুখ্যমন্ত্রী ) নাম নেন নি । কিন্তু মাননীয়া মুখ্যমন্ত্রীকে সম্মান জানিয়ে নাম নিয়েই বলছি , জেনে রাখুন এই বন সহায়কের নিয়োগ আমি নিরপেক্ষ ভাবে বোর্ডের হাতে তুলে দিয়েছিলাম । ৮ অক্টোবর সকাল দশটার সময় আমি যখন আপনাকে ম্যাসেজ করেছিলাম যে বীরভূম জেলার কোনও এক বড় নেতা আমাকে ধমকি দিয়ে বলছে , বন সহায়কের সব চাকরি তাকে দিতে হবে । আপনি তার পাল্টা ফোন করে আমাকে বলেছিলেন, কিছু উপায় নেই । সব জেলায় জেলায় তৃণমূলের নেতাকর্মীদের কিছু কিছু করে কোটা তুমি দিয়ে দাও । ‘ মঞ্চে দাঁড়িয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় হুঙ্কার ছেড়ে বলেন, ‘ আজকে আমায় বলছেন আমি কারসাজি করেছি । আমি এতদিন মুখ খুলি নি । আপনার কথার পরিপ্রেক্ষিতে আজকে খুলতে বাধ্য হলাম । আমার কাছে সেই ম্যাসেজের কপি আছে। ৮ই অক্টোবর সকাল ৯টা ৫৮য় আপনার সঙ্গে আমার কথা হয়েছিল ।’
মুখ্যমন্ত্রীর কাছ থেকে আঘাত আসতেই বিস্ফোরক রাজীব ! |
বন সহায়ক পদের চাকরি নিয়ে তৃণমূলের কোন কোন নেতা , মন্ত্রী , বিধায়ক , সাংসদের কাছ থেকে এমনকি কালীঘাট থেকেও কার কার সুপারিশ এসেছিল সেই সমস্ত সুপারিশের কপি তাঁর কাছে জমা আছে বলে জানান রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজীববাবু মুখ্যমন্ত্রীকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ সব যত্ন করে রেখে দিয়েছি । কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউটে সাপ আপনি বের করছেন । ‘ যে জেলার মাটিতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতির অভিযোগ এনেছেন সেই আলিপুরদুয়ার জেলার তৃণমূল সভাপতির সুপারিশও তাঁর হাতে রয়েছে বলে হুমকি দিয়েছেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়।
এখন দেখার রাজীব বন্দ্যোপাধ্যায়ের হুমকির জবাবে পাল্টা কী ছাড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বন সহায়ক পদে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে দলছুট প্রাক্তন মন্ত্রীকে বিঁধতে গিয়ে ভোটের মুখে তৃণমূল সুপ্রিমো নিজের দল এবং প্রশাসনকেই বেকায়দায় ফেলে দিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল ।