ইনফোয়ানা ফিচার: দুনিয়ায় কেউ বই-ভবের পাগল। কেউ বৈভবের পাগল। জ্ঞানীরা যুগে যুগে বলে গেছেন, জ্ঞানের চেয়ে বড় বৈভব জগতে কিছু নেই। আর জ্ঞান সংগ্রহের একটা উপায় বই পড়া। যাঁরা বই-ভবের পাগল, তাঁদের কাছে বইমেলার চেয়ে বড় পার্বন আর কী আছে। বইপ্রেমিক বা বইয়ের আশিক যারা, বলা যায় বইমেলাই তাঁদের কাছে কুম্ভ। আর কলকাতা বইমেলা তো মহাকুম্ভ। তবে বাঙালির কত শতাংশ সত্যি সত্যিই বই-ভবের পাগল, সেই নিয়ে বাজারে বিতর্ক আছে। ‘বাঙালির বই-ভব‘ শুনে মন্তব্য করুন। বইমেলার এই পার্বনে বাঙালির বই পড়া না পড়া নিয়ে একটা তর্ক-বিতর্ক হোক না-
Feature graphic is representational and created by NNDC.