পায়ুতে ১ কেজি সোনা ভরে পাচারের চেষ্টা! কান্নুর বিমানবন্দরে ধৃত এয়ার ইন্ডিয়ার বিমানসেবিকা

পায়ুতে ১ কেজি সোনা ভরে পাচারের চেষ্টা! কান্নুর বিমানবন্দরে ধৃত এয়ার ইন্ডিয়ার বিমানসেবিকা


কান্নুর বিমানবন্দরে নামার পরে সুরভি খাতুনের গতিবিধি সন্দেহজনক মনে হ‌ওয়ায় তাকে ডেকে নিয়ে দেহ তল্লাশি করেন ডিআর‌আই-এর মহিলা কর্মীরা। তল্লাশি কালে ওই বিমানসেবিকার পায়ুপথ থেকে ৯৬০ গ্রাম সোনা উদ্ধার হয়। ধৃত সুরভি খাতুনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে কান্নুরের আদালত।

সোনা পাচারের অভিযোগে ধৃত এয়ার হোস্টেস সুরভি খাতুন। ফটো: সংগৃহীত

আন্তর্জাতিক উড়ানের কেবিন ক্রুদের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে সোনা পাচারের ঘটনা নতুন নয়। পাচারকালে পায়ু বা যোনিপথের মতো গোপন অঙ্গকেও ব্যবহার করে থাকেন ক্রুরা। তবে এই প্রথম ভারতীয় কোনও বিমানসংস্থার কর্মী সোনা পাচার করতে গিয়ে ধরা পড়লেন। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফ থেকে এই বিষয়ে এখনও কোনও বিবৃতি আসে নি।

ধৃতকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, এর আগেও বহুবার সোনা পাচারে যুক্ত ছিলেন তিনি। কেরালা ভিত্তিক কোন‌ও সোনা পাচার চক্রের সাথে সুরভি খাতুনের যোগাযোগ রয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছেন ডিআর‌আই-এর আধিকারিকেরা।

Feature image collected from Social Media.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *