ডেস্ক রিপোর্ট: পায়ুপথে ১ কেজি সোনা! সম্ভব? অসম্ভবকেই সম্ভব করে এখন পুলিশের জালে বিমান সেবিকা। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ধৃত বিমানসেবিকার নাম সুরভি খাতুন। ২৬ বছরের সুরভির বাড়ি কলকাতায়। পায়ুতে করে সোনা পাচারের অভিযোগে কেরলের কান্নুর আন্তর্জাতিক বিমানবন্দরে গত মঙ্গলবার তাকে গ্রেফতার করে ‘ডিরেক্টর অফ রেভিনিউ ইন্টেলিজেন্স’। এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ানটি ওমানের রাজধানী মাসকট থেকে কান্নুরে ফিরেছিল।
কান্নুর বিমানবন্দরে নামার পরে সুরভি খাতুনের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে ডেকে নিয়ে দেহ তল্লাশি করেন ডিআরআই-এর মহিলা কর্মীরা। তল্লাশি কালে ওই বিমানসেবিকার পায়ুপথ থেকে ৯৬০ গ্রাম সোনা উদ্ধার হয়। ধৃত সুরভি খাতুনকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে কান্নুরের আদালত।
আন্তর্জাতিক উড়ানের কেবিন ক্রুদের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে সোনা পাচারের ঘটনা নতুন নয়। পাচারকালে পায়ু বা যোনিপথের মতো গোপন অঙ্গকেও ব্যবহার করে থাকেন ক্রুরা। তবে এই প্রথম ভারতীয় কোনও বিমানসংস্থার কর্মী সোনা পাচার করতে গিয়ে ধরা পড়লেন। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফ থেকে এই বিষয়ে এখনও কোনও বিবৃতি আসে নি।
ধৃতকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, এর আগেও বহুবার সোনা পাচারে যুক্ত ছিলেন তিনি। কেরালা ভিত্তিক কোনও সোনা পাচার চক্রের সাথে সুরভি খাতুনের যোগাযোগ রয়েছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করছেন ডিআরআই-এর আধিকারিকেরা।
Feature image collected from Social Media.