ভূমিপুত্র নিশীথের বিরুদ্ধে উদয়নের এই কুৎসিত হুমকি রাজবংশী সমাজের ভাবাবেগে আঘাত হানতে পারে বলেও স্থানীয় রাজনৈতিক মহলের আশঙ্কা।
কোচবিহার : কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দাড়ি, গোঁফ উপড়ে ফেলার হুমকি দিলেন দিনহাটার বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উদয়ন গুহ বরাবরই কুকথায় পঞ্চমুখ। তবে বুধবার প্রকাশ্য জনসভায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর মুখের ভাষা শুনে তাজ্জব হয়ে গেছে রাজনৈতিক মহল। দিনহাটার শুকারুর কুটি গ্রাম পঞ্চায়েত এলাকায় অনুষ্ঠিত তৃণমূলের সভায় উদয়ন গুহ বলেন, “সামনেই পঞ্চায়েত নির্বাচন। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে চব্বিশে লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে আমরা হেরে গিয়েছি। নিশীথ প্রামাণিক লোকসভা নির্বাচনে জয়লাভের পর আর এলাকায় ঢোকে নি। তাই আগামী লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিকের দাড়ি-গোঁফ উপড়ে নেওয়ার বন্দোবস্ত করতে হবে।”
২০১৯-এর লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্র থেকে তৃণমূলের পরেশ অধিকারীকে হারিয়ে লোকসভায় যান নিশীথ। একুশের বিধানসভায় নিজের খাস তালুক দিনহাটায় অতি সামান্য ভোটের ব্যবধানে হলেও নিশীথের কাছে হেরে যান উদয়ন। যদিও সাংসদ পদ ধরে রেখে বিধায়ক পদে ইস্তফা দেন নিশীথ প্রামাণিক। এর কিছুদিনের মধ্যেই মোদী মন্ত্রিসভায় স্থান হয় কোচবিহারের বিজেপি সাংসদের। নিশীথ প্রামাণিকের কাছে পরাজয়ের জ্বালা উদয়ন গুহ মেটান উপনির্বাচনে। ১ লক্ষ ৬০ হাজারের রেকর্ড ভোটে বিজেপি প্রার্থীকে পরাজিত করেছিলেন উদয়ন। সম্প্রতি উদয়নের হাতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব সঁপেছেন মমতা। কিন্তু মন্ত্রী হলেও একুশে সম্মান রক্ষার লড়াইয়ে নিজের গড়ে নিশীথ প্রামাণিকের কাছে হারের স্মৃতি মনে থেকে মুছে ফেলতে পারেন নি উদয়ন গুহ। সেই রাগ থেকেই নিশীথের বিরুদ্ধে উদয়নের মুখ এমন বেলাগাম বলে মনে করছে রাজনৈতিক মহল। উদয়ন গুহ ফরওয়ার্ড ব্লকের প্রখ্যাত নেতা ও রাজ্যের প্রাক্তন মন্ত্রী কমল গুহের পুত্র। দিনহাটা ছিল কমল গুহের দুর্ভেদ্য দুর্গ। বাবার মৃত্যুর পর দিনহাটায় ফরওয়ার্ড ব্লকের ঝান্ডা উঁচা রাখার দায়িত্ব যায় উদয়নের হাতেই। ২০১৫-তে ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে তরী ভেড়ান উদয়ন গুহ।
এর আগেও একাধিকবার উদয়ন গুহের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে কুকথা বলার অভিযোগ উঠেছে। দিন কয়েক আগেও ভেটাগুড়িতে ভরা সভা থেকে আগামী পঞ্চায়েত নির্বাচনের সময় সাঁড়াশি দিয়ে বিরোধীদের দাঁত উপড়ে নেওয়া হবে বলে হুমকি দিয়েছিলেন উদয়ন গুহ। ভেটাগুড়িতেই নিশীথ প্রামাণিকের বাড়ি। ভেটাগুড়ির সভায় উদয়নের হুমকির লক্ষ্যও নিশীথই ছিলেন বলে নিশ্চিত রাজনৈতিক পর্যবেক্ষকরা। বুধবার শুকারুরকুটিতে রাখঢাক না করেই নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে মুখ দিয়ে আকথা-কুকথা ছোটালেন উদয়ন গুহ।
নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। উদয়ন গুহ রাজ্যের পূর্ণমন্ত্রী। রাজ্যের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং বর্ষীয়ান নেতার মুখ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে এমন রুচিহীন ভাষা বেরোতেই সর্বত্র ঢি ঢি পড়ে গেছে। নিশীথ প্রামাণিক শুধু কোচবিহারের সাংসদ কিম্বা কেন্দ্রীয় প্রতিমন্ত্রীই নন তিনি উত্তরবঙ্গের রাজবংশী জনগোষ্ঠীর একজন জনপ্রিয় নেতা। ভূমিপুত্র নিশীথের বিরুদ্ধে উদয়নের এই কুৎসিত হুমকি রাজবংশী সমাজের ভাবাবেগে আঘাত হানতে পারে বলেও স্থানীয় রাজনৈতিক মহলের আশঙ্কা।
ভিডিও-
Feature image is representational.