জলপাইগুড়ি : ওমিক্রনের জেরে করোনা সংক্রমণ এক লাফে অনেকটা বেড়ে যাওয়ায় রাজ্যে রাজ্যে নতুন করে বিধিনিষেধ জারি করছে সরকার। সোমবার থেকে কঠোর বিধিনিষেধের আওতায় পশ্চিমবঙ্গও। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পুরোপুরি ছুটি। সরকারি-সরকার অধিগৃহীত এবং বেসরকারি দফতরে ৫০ শতাংশ কর্মী দিয়ে কাজ করানোর নির্দেশ। তবে থেমে নেই টিকাকরণ। সোমবার থেকে গোটা দেশেই শুরু হয়েছে ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ। ভ্যাকসিন সেন্টারের পাশাপাশি স্কুলে স্কুলেও ১৫-১৮ টিকার ব্যবস্থা করেছে প্রশাসন। এদিন জলপাইগুড়ি শহরের ফণীন্দ্রদেব বিদ্যালয়ে জেলা স্বাস্থ্য দফতর, শিক্ষা দফতর এবং পুরসভার উদ্যোগে পড়ুয়াদের টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। দু’বেলায় মোট ২০০ জন ছাত্রকে টিকা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
ধাপে ধাপে শহরের সবকটি স্কুলেই টিকাদানের শিবির বসবে বলে জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপার্সন পাপিয়া পাল জানিয়েছেন। রাজ্য সংক্রমণ হার ফের ঊর্ধ্বমুখী। তবে জলপাইগুড়িতে এখনও পর্যন্ত ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত কোনও কোভিড রোগীর সন্ধান মেলে নি বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে। তবে সতর্কতায় ঢিলেমি দিচ্ছে না প্রশাসন। জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে আবেদন জানিয়েছেন পুরসভার চেয়ারপার্সন।
Photo & Video- Reporter.