আলিপুরদুয়ার : ভারতে ব্যাঘ্র সংরক্ষণ নিয়ে যাঁরা কাজ করছেন তাঁদের জন্য সুখবর। পশ্চিমবঙ্গের বক্সা টাইগার রিজার্ভে অবশেষে জঙ্গলের মহারাজা অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলল। বক্সা অভয়ারণ্যের ২৯০ বর্গমাইল এলাকা জুড়ে ১৯৮৩ সালে তৈরি করা হয়েছিল বক্সা টাইগার রিজার্ভ। শুক্রবার রাত ১২টা ২ মিনিট নাগাদ অভয়ারণ্যের গভীরে পাতা ট্র্যাপ ক্যামেরায় একটি বাঘের ছবি ধরা পড়েছে বলে বন দফতরের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। বক্সা টাইগার রিজার্ভের ৩৮ বছরের ইতিহাসে এই প্রথম সন্দেহাতীতভাবে বাঘের অস্তিত্ব ধরা পড়ল । বাঘ সংরক্ষণের নাম করে তৈরি এই জাতীয় উদ্যানে আদৌ বাঘ আছে কিনা, এই নিয়েই গভীর সংশয় দানা বেঁধে ছিল মানুষের মনে। শেষ পর্যন্ত বক্সায় বাঘের দেখা মিলায় স্বস্তিতে বন দফতর।
বক্সায় তারা বাঘ দেখেছেন বলে কয়েকজন পর্যটক ১৯৯৮ সালে দাবি করেছিলেন। বাঘের পায়ের ছাপও নানা সময়ে কেউ কেউ দেখেছেন বলে দাবি। কিন্তু বন দফতরের পাতা ট্র্যাপ ক্যামেরাতে বাঘের ছবি ধরা পড়ল এই প্রথম। ক্যামেরার লেন্সে ধরা পড়া বাঘটি পুরুষ ও পূর্ণ বয়স্ক বলে বন দফতর জানিয়েছে। দিন কয়েক আগে বক্সায় নদীর পাড়ে বনকর্মীরা বাঘের পায়ের ছাপও দেখতে পান বলে জানা গেছে। পায়ের ছাপ মেলার পর থেকেই বাঘের অস্তিত্বের ব্যাপারে অনেকটাই সংশয়মুক্ত হয়ে যান বক্সা টাইগার রিজার্ভের আধিকারিকেরা। বক্সার জঙ্গলে বাঘ দেখা যাওয়ায় খুশি রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । কয়েক বছর আগে নেওড়াভ্যালি জাতীয় উদ্যানেও ট্র্যাপ ক্যামেরায় রয়্যাল বেঙ্গল টাইগারের উপস্থিতি ধরা পড়েছিল । এক সময় উত্তরবঙ্গের বনাঞ্চলে রয়্যাল বেঙ্গল বাঘের অভাব ছিল না। এখন গোটা দেশ থেকেই এই প্রজাতির বাঘ লুপ্ত হওয়ার পথে। এই পরিস্থিতিতে বক্সায় বাঘের দেখা পাওয়াকে গুরুত্ব দিয়েই দেখছেন বন্যপ্রাণ বিশেষজ্ঞরা।
Photo Credit- Buxa Tiger Reserve.