- নাসার নতুন প্রধান বিল নেলসন চান, ইউএফও নিয়ে ধোঁয়াশা কাটাতে অনুসন্ধানে নামুক বিজ্ঞানীরা ।
- দায়িত্বভার নেওয়ার পরেই নাসার বিজ্ঞানীদের অনুসন্ধানে নামার নির্দেশ দিয়েছেন নেলসন।
- গত দুই দশকে মার্কিন নৌ ও বিমান বাহিনীর পাইলটদের চোখে ইউএফও সংক্রান্ত যা যা ধরা পড়েছে তার ভিত্তিতেই অনুসন্ধান করবে নাসা ।
- জুনের শেষে আমেরিকান কংগ্রেসের সামনেও ইউএফও সংক্রান্ত নথি পেশ করার কথা পেন্টাগন ও গোয়েন্দা বিভাগের ।
সায়েন্স ডেস্ক : গ্রহান্তরের বুদ্ধিমান প্রাণীরা পৃথিবীতে উঁকিঝুঁকি মারছে কিনা , এই নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই । কল্পবিজ্ঞানের পাতাতে উড়ন্ত চাকির গল্পের ছড়াছড়ি । গত ৭৫ বছরে পৃথিবীতে বহুবার সাধারণ মানুষের চোখে আকাশে রহস্যময় বস্তুর চকিতে উড়ে যাওয়া ধরা পড়েছে । এমনকি আমেরিকান নৌ ও বিমান বাহিনীর পাইলটেদেরও একাধিকবার এমন অভিজ্ঞতা হয়েছে বলে তারা উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করেছেন । গত দুই দশকে ইউএফও বা আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্টস নিয়ে চর্চা অনেক বেড়ে গেছে । অনেকের কাছেই ঘটনা গুলো যথেষ্টই রহস্যময় ঠেকলেও বৈজ্ঞানিক মহলের একাংশ ইউএফও দর্শনকে গুজব বা চোখের ভুল বলে উড়িয়ে দিয়েছে । তবে এবার উড়ন্ত চাকি সংক্রান্ত যাবতীয় ঘটনার সত্যাসত্য যাচাইয়ে অনুসন্ধানে নামল আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা ।
নাসার নতুন প্রধান হিসেবে গত মাসে দায়িত্ব নিয়েছেন বিল নেলসন । সম্প্রতি ইউএফও সংক্রান্ত বিষয়ে অনুসন্ধানে নামতে সংস্থার বিজ্ঞানীদের নির্দেশ দিয়েছেন নেলসন । এই প্রথমবারের মতো নাসা ইউএফও বা আকাশে অজানা উড়ন্ত বস্তুর ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে গবেষণায় নামল বলে জানা গেছে । বিশেষ করে গত দুই দশকে আমেরিকার নেভি ও বিমান বাহিনীর পাইলটদের চোখে আকাশে যেসব রহস্যময় বস্তুর উড়ে যাওয়ার ঘটনা ধরা পড়েছে , সে সব নিয়ে বৈজ্ঞানিক অনুসন্ধানে নামার নির্দেশ দিয়েছেন নাসা প্রধান । দিন কয়েক আগে সিএনএনকে সাক্ষাৎকার দেওয়ার সময় তাঁর এই নির্দেশ নিয়ে মুখ খোলেন নাসা প্রধান । তিনি বলেন , ‘ ইউএফও সংক্রান্ত ঘটনা গুলো আদতে কী তা খুঁজে দেখতে বিজ্ঞানীদের নির্দেশ দিয়েছি আমি । এই জিনিসটা নিয়ে মানুষের মনে যাতে আর কোনও ধোঁয়াশা না থাকে সেই লক্ষ্যেই নাসাকে বিজ্ঞানভিত্তিক অনুসন্ধানে নামানো হচ্ছে । ‘ বিল নেলসনের ভাষায় – ‘ মূল কথাটি হল সত্যটা কী আমরা জানতে চাই । এবং আমরা তা জানার চেষ্টা করব ।’
আকাশে অজানা বস্তুর উড়ে যাওয়া সম্পর্কিত অনেক নথিপত্র আমেরিকার প্রতিরক্ষা দফতর ও গোয়েন্দা বিভাগের হাতে আছে বলে ধারণা । আনক্লাসিফায়েড সেই সব ফাইল নিয়ে দুই হাজার বিশের ডিসেম্বরেই নড়চড়ে বসে আমেরিকান কংগ্রেসও । সেই সময় সেনেটের ইন্টেলিজেন্স কমিটির চেয়ারপার্সন মার্কো রুবিও পেন্টাগন ও আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টরকে নির্দেশ দিয়েছিলেন ছয় মাসের মধ্যে তাদের হাতে থাকা ইউএফও সংক্রান্ত যাবতীয় আনক্লাসিফায়েড ফাইল হাউসের সামনে দাখিল করতে হবে । চলতি মাসেই সেই সময়সীমা শেষ হয়ে যাচ্ছে । তাই জুলাই আসার আগেই পেন্টাগন ও মার্কিন গোয়েন্দা দফতরের হাতে থাকা ইউএফও সংক্রান্ত আনক্লাসিফায়েড ফাইল কংগ্রেসে জমা পড়ার কথা । নাসার অনুসন্ধান কিম্বা পেন্টাগনের গোপন নথি থেকে উড়ন্ত চাকি নিয়ে রহস্যের জট শেষ পর্যন্ত কাটে কিনা এখন সেই দিকেই মুখিয়ে আছেন সবাই।
প্রচ্ছদের ছবি কাল্পনিক ও সংগৃহীত । Photo Credit- space.com/ US Navy