নাগরিক পলিটিক্যাল ডেস্ক,২ মার্চ,২০২১ :অবশেষে ঘাসফুল ছেড়ে পদ্মফুলেই ঠাঁই নিলেন জিতেন্দ্র তিওয়ারি । মঙ্গলবার সন্ধ্যায় হুগলির বৈদ্যবাটিতে দিলীপ ঘোষের হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে যোগ দিলেন আসানসোলের প্রাক্তন মেয়র । জিতেন্দ্র তিওয়ারির দলবদলের খবর শুনে তৃণমূল ঘটনাটিকে গুরুত্ব না দিলেও মোদীর ব্রিগেড সফরের আগে একে মাস্টারস্ট্রোক হিসেবেই দেখছে রাজ্য বিজেপি নেতৃত্ব । আড়াই মাস আগে জিতেন্দ্রর দলবদল নিয়ে কম নাটক হয় নি । শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁকেও দলে নেওয়ার ব্যাপারে সবুজ সঙ্কেত দিয়ে দেওয়ার পরেও বাবুল সুপ্রিয় , সায়ন্তন বসু , অগ্নিমিত্রা পল সহ রাজ্য বিজেপির একটি গোষ্ঠীর তীব্র বিরোধীতার মুখে জিতেন্দ্র তিওয়ারির যোগদান স্থগিত করে দিতে বাধ্য হন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । বিষয়টি নিয়ে বিজেপির অন্দরে অনেক দূর পর্যন্ত জল গড়ায় । জিতেন্দ্র তিওয়ারি ইস্যুতে প্রকাশ্যে মুখ খুলে দলকে বিড়ম্বনায় ফেলায় বাবুল সুপ্রিয় , সায়ন্তন বসু ও অগ্নিমিত্রা পলকে শোকজ পর্যন্ত করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ।
বিজেপিতে ঢোকার পরিকল্পনা ভেস্তে যাওয়ায় অরূপ বিশ্বাস , ফিরহাদ হাকিমের হাতে-পায়ে ধরে আবার তৃণমূলে ফিরে গেলেও দলের সুপ্রিমো এবং সেকেন্ড ইন কমান্ডের গুডবুকে আর নাম তুলতে পারেন নি আসানসোলের প্রাক্তন মেয়র । ঘটনার পর থেকেই দলে অপাঙক্তেয় ছিলেন তিনি । দিন কয়েক আগে অবশ্য তাঁকে দলের হিন্দি মুখপাত্রের দায়িত্ব দেয় তৃণমূল । কিন্তু জিতেন্দ্র যে ততদিনে ফের পদ্ম খাতায় নাম তোলার ব্যাপারে মনস্থির করে ফেলেছেন মঙ্গলবার সন্ধ্যার বৈদ্যবাটি তার প্রমাণ ।
বৈদ্যবাটিতে দিলীপ ঘোষের হাত থেকে পতাকা নিচ্ছেন জিতেন্দ্র তিওয়ারি |
মঙ্গলবার সন্ধ্যায় বৈদ্যবাটির সভায় দিলীপ ঘোষের হাত থেকে পতাকা নিয়ে বিজেপিতে যোগ দেওয়ার পরেই জীবনে প্রথমবারের মতো মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে জয় শ্রীরাম বলে ওঠেন জিতেন্দ্র তিওয়ারি । জিতেন্দ্র বলেন, ‘ছোট থেকেই বলে আসছি জয় শ্রীরাম । নতুন নয় । কিন্তু এতদিন মঞ্চে বলার সুযোগ হত না । আজ থেকে মঞ্চেও বলতে পারব । ‘ সদ্য তৃণমূলত্যাগী আসানসোলের এই নেতা বলেন, আজ থেকে আমার মনে যেটা আছে । মনের ভাবনা স্বাধীনভাবে বলার সুযোগ পাব । দলবদলের প্রথম দিনেই পুরোনো দলের বিরুদ্ধে প্রকাশ্যে বিষোদগার না করলেও এতদিন তাঁকে মনে এক কথা আর মুখে আরেক কথা বলতে হত বলে জানান জিতেন্দ্র তিওয়ারি । বিজেপিতে যোগদান করায় মঙ্গলবার থেকে এই অস্বস্তি দূর হল বলে মনে করেন তিনি। তাঁর রাজনৈতিক মতাদর্শ বিজেপির মতাদর্শের কাছাকাছি বলে অবশেষে আবিষ্কার করতে পেরেছেন পশ্চিম বর্ধমানের এই হেভিওয়েট নেতা ।
এবার জিতেন্দ্রকে দলে স্বাগতই জানিয়েছেন বাবুল সুপ্রিয় |
আসানসোল কর্পোরেশনের মেয়র থাকার পাশাপাশি তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সভাপতিও ছিলেন জিতেন্দ্র তিওয়ারি । কোলিয়ারি ও শিল্পাঞ্চলে তাঁর সাংগঠনিক দক্ষতা নিয়ে কারও সন্দেহ নেই । তৃণমূলে থাকাকালীন আসানসোলের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র সঙ্গে জিতেন্দ্র তিওয়ারির তিক্ত সম্পর্কের কথা রাজ্য রাজনীতিতে সুবিদিত । সেবার মূলতঃ যাঁর বিরোধিতার কারণে জিতেন্দ্রর বিজেপিতে যোগদান ভেস্তে গিয়েছিল এবার সেই বাবুল সুপ্রিয়ই জিতেন্দ্রকে দলে স্বাগত জানিয়ে প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন । বাবুলের মন আর মুখ এক কিনা তা সময়ই বলবে তবে প্রধানমন্ত্রীর ব্রিগেড সভার আগে জিতেন্দ্রকে দলে টেনে রাজ্য বিজেপির জোশ হাইয়ে বলেই মনে করছে রাজনৈতিক মহল ।
Pictures sources – official facebook page of BJP West Bengal and official FB page of Babul Supriyo