বোরখা ও মাদ্রাসা শিক্ষা নিষিদ্ধ হতে চলেছে শ্রীলঙ্কায় - nagariknewz.com

বোরখা ও মাদ্রাসা শিক্ষা নিষিদ্ধ হতে চলেছে শ্রীলঙ্কায়


 

আন্তর্জাতিক ডেস্ক,৩ মার্চ,২০২ : বোরখা ও মাদ্রাসা নিষিদ্ধ হচ্ছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় । শনিবার শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় এক সংবাদ সম্মেলনে  এই কথা জানান দেশটির জনসুরক্ষামন্ত্রী সরথ বীরাসেকেরা । বোরখা ও মাদ্রাসা নিষিদ্ধ সংক্রান্ত একটি সরকারি নির্দেশিকায় মন্ত্রীর সাক্ষর দেওয়া সারা । এখন শুধু শ্রীলঙ্কার মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষা । এরপর থেকেই দ্বীপরাষ্ট্রে আর কেউ মুখমন্ডল আচ্ছাদিত পোশাক পরে রাস্তায় বেরোতে পারবেন না । পাশাপাশি মাদ্রাসা গুলোও উঠিয়ে দেওয়া হবে । জাতীয় নিরাপত্তার স্বার্থে‌ই এমন শক্ত পদক্ষেপ নিতে হচ্ছে বলে সাংবাদিকদের জানিয়েছেন শ্রীলঙ্কার জনসুরক্ষামন্ত্রী সরথ বীরাসেকেরা। শ্রীলঙ্কা জুড়ে এখন এক হাজারের‌ও অধিক মাদ্রাসা আছে । মাদ্রাসা গুলোকে সন্ত্রাসের আঁতুড়ঘর বলেই মনে করছে সে দেশের সরকার । বোরখা পরিধান শ্রীলঙ্কার মুসলমান জনগোষ্ঠীর সংস্কৃতির মধ্যে পড়ে না বলে দাবি করেন শ্রীলঙ্কার জনসুরক্ষামন্ত্রী রিয়ার অ্যাডমিরাল ( অবসরপ্রাপ্ত ) সরথ বীরসেকেরা। তিনি বলেন, অতীতে আমাদের দেশের মুসলমান সমাজের নারীরা কোন‌ও দিন‌ই বোরখা পরতেন না । এটা অনাবশ্যক ধর্মীয় গোঁড়ামির লক্ষ্মণ ছাড়া আর কিছু নয়। নিশ্চিতভাবেই এই প্রথা আমরা তুলে দেবো । ‘ 

শ্রীলঙ্কার পার্লামেন্টে বোরখা ও মাদ্রাসা নিষিদ্ধ করার কথা জানিয়েছেন দেশটির জনসুরক্ষামন্ত্রী ।

মাদ্রাসা নিষিদ্ধ করার পক্ষে‌ও যুক্তি দিয়েছেন সরথ বীরাসেকেরা । মাদ্রাসা গুলো দেশের জাতীয় শিক্ষানীতি লঙ্ঘন করছে বলে মনে করেন তিনি । তাই এক হাজারের বেশি মাদ্রাসায় তালা মারার সিদ্ধান্ত নিতে চলেছে শ্রীলঙ্কা সরকার । দেশটির জনসুরক্ষামন্ত্রী বলেন , ‘ ইচ্ছা করলেই যে কেউ স্কুল খুলে বাচ্চাদের যা খুশি তাই শেখাতে পারে না ।’ 

বোরখা ও মাদ্রাসা নিষিদ্ধ করতে চলেছে শ্রীলঙ্কা ।

২০ এর এপ্রিল ইস্টার সানডের সকালে  ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় । চার্চ ও‌ হোটেলে ধারাবাহিক বোমা বিস্ফোরণে নারী ও শিশু সহ আড়াইশো অসামরিক লোকজনের মৃত্যু হয়েছিল । আহত পাঁচশোর‌ও বেশি । হতাহতদের অধিকাংশই ছিলেন দেশটির খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষ । আইসিস এর সঙ্গে যোগ থাকা স্থানীয় একটি ইসলামিক জঙ্গি সংগঠন এই নাশকতা ঘটিয়েছিল । এই ঘটনার পর থেকেই বোরখা ও মাদ্রাসা শিক্ষা নিষিদ্ধ করার জোরালো দাবি ওঠে শ্রীলঙ্কায় । ঘটনার পর পরই সাময়িকভাবে প্রকাশ্যে বোরখা পরা নিষিদ্ধ করে একটি নির্দেশিকা জারি করেছিল কলোম্বো প্রশাসন । এবার পাকাপাকিভাবেই বোরখা ও মাদ্রাসা শিক্ষাব্যবস্থা নিষিদ্ধ করতে চলেছে শ্রীলঙ্কা সরকার ।

২০৯ এ ইস্টার সানডের সকালে ভয়াবহ জঙ্গি হানায় আড়াইশো মানুষের মৃত্যু হয়েছিল কলম্বোয় ।

ইস্টার সানডের জঙ্গি হামলার পর ঘটনার তদন্তে ‌প্রেসিডেন্সিয়াল অনুসন্ধান কমিশন ( Presidential Commission of Inquiry on the Easter Sunday attack ) গঠন করে শ্রীলঙ্কা সরকার । অনুসন্ধান কমিশন এখনও পর্যন্ত কী কী পদক্ষেপ করেছে , শনিবার কলম্বোয় সাংবাদিকদের  এই প্রশ্নের জবাব দিতে গিয়েই বোরখা ও মাদ্রাসা নিষিদ্ধ সংক্রান্ত সরকারি সিদ্ধান্তের কথা জানান দেশটির জনসুরক্ষামন্ত্রী । বোরখা ও মাদ্রাসা শিক্ষা নিষিদ্ধ হয়ে গেলে জঙ্গি নাশকতা নিয়ন্ত্রণে আনা যাবে বলেই মনে করছে শ্রীলঙ্কার বর্তমান মাহিন্দা রাজাপাক্ষে সরকার ।

Photo Courtesy – Ceylon Today , The Island ,Times of Israel and BBC



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *